কোটি কোটি টাকা খসিয়ে সাজিয়েছেন স্বপ্নপুরী, বলিউডের সবথেকে দামি বাড়ির মালিক কে? চমকে দেবে টাকার অঙ্ক!

বাংলাহান্ট ডেস্ক : বলিউড তারকাদের বাড়ির (House) অন্দরমহল নিয়ে একটা স্বাভাবিক কৌতূহল কাজ করে সমস্ত ভক্তদের মধ্যে। অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল লাইফস্টাইল, রুচিবোধ সবটাই ফুটে ওঠে তাঁদের বাড়ির (House) মধ্যে দিয়েই। বাণিজ্য নগরী মুম্বইয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউড তারকাদের চোখ ধাঁধানো বাড়ি (House)। এর মধ্যে বেশ কিছু বাড়ি (House) আবার যথেষ্ট নামজাদাও।

বলিউডের সবথেকে দামি যে বিলাসবহুল বাড়িগুলি (House)

অনেক ভক্তই মুম্বইতে প্রিয় তারকাদের বাড়ির (House) সামনে ভিড় করেন। শাহরুখ খানের ‘মন্নত’ এর বাইরে প্রায় দিনই কেমন ভিড়ে ভিড়াক্কার ছবি থাকে তা সকলেই জানেন। তাঁকে এক ঝলক দেখার জন্য অনেকে রাতের পর রাতও কাটিয়ে দেন মন্নতের বাইরে। শুধু শাহরুখ নয়, বহু বলিউড তারকার বাড়ির (House) বাইরেই জমে ভিড়। কিন্তু তাঁদের বাড়ির ভেতরটা কেমন, কত দামই বা বাড়িগুলির (House)? এই প্রতিবেদনে রইল খোঁজখবর।

আরো পড়ুন : টলিউডে পরপর ফ্লপ, বাংলাদেশি ছবিতেই মন দিচ্ছেন জিৎ, নায়িকা হচ্ছেন কে!

শাহরুখের মন্নত– প্রথমেই আসে শাহরুখ খানের মন্নত এর নাম। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় বিশাল জায়গা নিয়ে রয়েছে মন্নত। সাদা ধবধবে মন্নতের আসল নাম ছিল ভিলা ভিয়েনা। ২০০১ সালে অট্টালিকাটি কিনে সেটিকে আরো কিছু রদবদল করে সুদৃশ্য মন্নত করে তোলেন শাহরুখ। রিপোর্ট মোতাবেক, এই বিলাসবহুল বাংলোর বর্তমান দাম প্রায় ২০০ কোটি টাকা। সমগ্র পরিবার নিয়ে এই বাড়িতে (House) থাকেন কিং খান।

আরো পড়ুন : ঐশ্বর্য যে ঘরেই যাবে শ্বশুরমশাই মারা যাবে! বৌমাকে নিয়ে বিষ্ফোরক অমিতাভ, হঠাৎ হলটা কী?

অমিতাভ বচ্চনের জলসা– প্রায় ১২,০০০ স্কোয়ার ফুট জুড়ে থাকা জলসা বচ্চন পরিবারের ফ্যামিলি হোম। অসাধারণ আর্কিটেকচার এবং আধুনিক ও ট্র্যাডিশনাল ধারণার মেলবন্ধনে তৈরি জলসা মুম্বইয়ের পর্যটক আকর্ষণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। জানিয়ে রাখি, অমিতাভ বচ্চন কিন্তু বাড়িটি (House) নিজে কেনেননি। ‘সত্তে পে সত্তা’ ছবিতে তাঁর দুর্ধর্ষ অভিনয়ের পর প্রযোজক এনসি সিপ্পি তাঁকে এই বাড়িটি (House) উপহার দেন। এটির বর্তমান মূল্য প্রায় ১২ কোটি টাকা।

রণবীর আলিয়ার বাস্তু– বলিউডের তরুণ প্রতিভাদের বাড়িও (House) তাঁদের মতোই আধুনিক। ১২ তলা বিল্ডিংয়ের ভেতরে নিজেদের বাসস্থানটি কালো, সাদা এবং খয়েরি রঙে সাজিয়ে তুলেছেন রণবীর আলিয়া। স্টাডি রুমে রয়েছে রণবীরের ঠাকুরদা রাজ কাপুরের ছবি। পালি হিলের এই বাড়িটির (House) দাম প্রায় ৩৫ কোটি টাক। এছাড়াও মেয়ে রাহার নামে ২৫০ কোটি টাকা দিয়ে আরো একটি বাংলো তাঁরা কিনছেন বলে খবর।

House

দীপিকা রণবীরের বাড়ি– বান্দ্রার নির্মীয়মান সাগর রেশন কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে একটি চোখ ধাঁধানো সি ফেসিং বাংলোতে থাকেন দীপিকা রণবীর। ১১,২৬৬ স্কোয়ার ফিটের জায়গা নিয়ে বিল্ডিংয়ের ১৬-১৯ তলা জুড়ে থাকেন তাঁরা। বাড়িটির (House) বর্তমান মূল্য প্রায় ১১৮.৯৪ কোটি টাকা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর