এই পেনগুলো কিনতে কালঘাম ছুটবে আম্বানিরও! দাম শুনলে আঁতকে উঠবেন আপনি

বাংলাহান্ট ডেস্ক : স্কুল-কলেজ কিংবা অফিস, প্রতিদিনের কাজে আমাদের নিত্য সঙ্গী পেন। ছোটবেলা থেকে আমরা পেনের ব্যবহার করে আসছি লেখার জন্য। আমাদের দৈনন্দিন জীবনে পেন একটি অপরিহার্য অঙ্গ। আমরা সাধারণত যে পেনগুলি ব্যবহার করে থাকি সেগুলোর দাম শুরু হয় তিন টাকা থেকে। এছাড়াও রয়েছে পাঁচ টাকা, দশ টাকা, কুড়ি টাকা, ৫০ টাকা, ১০০ টাকা বা তার অধিক দামের পেন।

শখের বশে অনেকে বহুমূল্য পেনও ব্যবহার করে থাকেন। একটা সময় অনেকেই সোনার পেনও ব্যবহার করতেন বলে শোনা যায়। কিন্তু জানেন পৃথিবীতে এমন কিছু পেন রয়েছে যেগুলির মূল্য কয়েক কোটি টাকা? এই পেনগুলির দাম শুনলে কিনতে পিছপা হবেন আম্বানি-আদানির মতো ধনী ব্যক্তিরাও। চলুন এক নজরে দেখার নেওয়া যাক সেই রকম কিছু পেন।

আরোও পড়ুন : ২১০০ টাকার ব্যবসা থেকে আজ কয়েক কোটি! অবাক করবে স্কুলে না যাওয়া মোহনলালের কাহিনী

Aurora Diamante: বিশ্বের অন্যতম দামি পেন হল এটি। তবে ভাববেন না এই পেনটি আর পাঁচটা পেনের মতো সাধারণ। এই পেনটি তৈরি হয় ৩০ ক্যারেটের হিরের পাশাপাশি একটি সলিড প্লাটিনাম ব্যারেল দিয়ে। এই পেনের মূল্য ১.২৮ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ১০ কোটি টাকারও বেশি।

আরোও পড়ুন : মেয়েদের জন্য দুর্দান্ত খবর! রেশন কার্ড থাকলেই পাবেন এক লক্ষ টাকা, বড়সড় উদ্যোগ রাজ্যর

Fulgor Nocturnus: বিশ্বের দামি পেনগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করে ফুলগর নকটার্নস। ভারতীয় মুদ্রায় এই কলমটির দাম ৬৫ কোটি টাকারও বেশি। ২০১০ সালে সাংহাইয়ের একটি নিলামে এই পেনটি বিক্রি হয়েছিল ৮০ লক্ষ ডলারে। সোনা এবং কালো হিরে দিয়ে তৈরি করা হয়েছে এই পেনটি।

Boheme Royal: বিলাসবহুল কলম প্রস্তুতকারক মন্টব্লাঙ্ক এই পেন নির্মাণ করেছে। ১৮ ক্যারেট সাদা সোনা রয়েছে এই পেনে। ১.৫ মিলিয়ন ডলার বা ১২ কোটি টাকা দাম এই কলমের।

caran d ache 1010 diamonds limited edition fountain pen

1010 Diamonds Limited Edition Fountain Pen: ১৮ ক্যারেট সাদা সোনা ব্যবহার করা হয়েছে ১০১০ ডায়মন্ডস লিমিটেড এডিশন ফাউন্টেন পেনে। এছাড়াও এই পেনে রয়েছে কয়েকশো হীরে। ভারতীয় মুদ্রায় এই কলমের দাম ৮ কোটি টাকারও বেশি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর