বাংলাহান্ট ডেস্ক: দেশের প্রচুর ব্যাঙ্ক (Bank) মহিলাদের জন্য আলাদা ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রাখে। এগুলির মাধ্যমে তাঁরা অনেক ক্ষেত্রেই বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যেমন সঞ্চয়ের উপর বেশি হারে সুদ দেওয়া হয় এই অ্যাকাউন্টগুলিতে। বিশেষজ্ঞদের মতে, পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি সঞ্চয় করতে পারেন। তাই ব্যাঙ্কগুলিও এই পথ আরও কিছুটা মসৃণ করতে বেছে সাহায্য করছে তাঁদের। দেশের বেশ কয়েকটি বড় ব্যাঙ্ক তাদের মহিলা গ্রাহকদের এই সুযোগ সুবিধা দিচ্ছে।
এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের মতো বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের মহিলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে। তাঁদের জন্য তারা এনেছে স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট স্কিম। এই অ্যাকাউন্টগুলিতে বিশেষ কিছু সুবিধা পান মহিলা গ্রাহকরা। এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে সুদের হার অন্যান্য সাধারণ সেভিংস অ্যাকাউন্টের থেকে কিছুটা বেশি হয়। ফলে আরও বেশি অর্থ সঞ্চয় করতে পারেন গ্রাহকরা।
যেমন আরবিএল ব্যাঙ্ক (RBL Bank) এনেছে ওম্যান ফার্স্ট সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার ডিপোজিটের উপর তারা ৪.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে মহিলাদের। একইসঙ্গে ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা ডিপোজিটের উপর দেওয়া হচ্ছে ৫.৫০ শতাংশ হারে সুদ। পাশাপাশি, ১০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকার উপর ৬ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
আইসিআইসিআই ব্যাঙ্কও (ICICI Bank) তাদের মহিলা গ্রাহকদের জন্য এনেছে দুর্দান্ত অফার। তারা এনেছে অ্যাডভান্টেজ ওম্যান সেভিংস অ্যাকাউন্ট। এই সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে মহিলারা ৫০ লক্ষ টাকার কম ডিপোজিটের উপর ৩ শতাংশ হারে সুদ পাবেন। ৫০ লক্ষ টাকার বেশ ডিপোজিটের ক্ষেত্রে তাঁরা পাবেন ৩.৫০ শতাংশ হারে সুদ। এছাড়াও শপিংয়ের ক্ষেত্রে ডেবিট কার্ড ব্যবহার করলে ৭৫০ টাকা অবধি ক্যাশব্যাক পাবেন তাঁরা। একইসঙ্গে লকারের ভাড়ার উপরও ছাড় পাবেন।
আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) মহিলা গ্রাহকরা সুপার শক্তি ওমেন্স অ্যাকাউন্টে বিনিয়োগ করলে ৩.৩৫ শতাংশ হারে সুদ পাবেন। একইসঙ্গে লকার ভাড়ার উপর ১৫ শতাংশ ছাড় পাবেন। তাঁরা যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তবে তার উপর ৫০ শতাংশ ছাড় পাবেন। এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) তাদের মহিলা গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের উপর সর্বোচ্চ ৩.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে।
এই অ্যাকাউন্ট ব্যবহার করে দু’চাকার গাড়ি কিনলে তার দামে ৩.৫ শতাংশ অবধি ছাড় পাওয়া যাবে। প্রসেসিং ফিয়ের উপরও ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। অ্যাক্সিস ব্যাঙ্ক তাদের মহিলা গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টের উপর ৩.৫০ শতাংশ হারে সুদ দেয়। একইসঙ্গে এই অ্যাকাউন্ট ব্যবহার করে শিক্ষাঋণ নিলে কোনও প্রসেসিং ফি লাগে না।