বুড়ো হাড়েই ভেলকি, ৫০ পেরিয়ে সন্তানের বাবা হয়েছেন এই বলিউড তারকারা!

বাংলাহান্ট ডেস্ক: আরো এক নতুন সদস্য জুড়ল বলিউডে (Bollywood)। বাবা হলেন অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)। ব্যক্তিগত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন তিনি। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে বান্ধবী গ্যাব্রিয়েলার সঙ্গে সংসার পেতেছেন তিনি। সদ্য জন্ম নিয়েছে তাঁদের দ্বিতীয় সন্তান। ২০ জুলাই দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গ্যাব্রিয়েলা।

এই নিয়ে চতুর্থ সন্তানের বাবা হলেন অর্জুন। প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে দুই সন্তান রয়েছে তাঁর। ২০১৯ সালে গ্যাব্রিয়েলা তাঁর প্রথম সন্তানের জন্ম দেন। বর্তমানে ৫০ বছর বয়স অর্জুনের। এই মধ্য বয়সে এসেও চতুর্থ বারের জন্য বাবা হলেন তিনি। তবে অর্জুন প্রথম নন। আরো একাধিক অভিনেতা মধ্য বয়সে এসে পিতৃত্বের সুখ পেয়েছেন।

These bollywood actors became father after 50

সঞ্জয় দত্ত– বলিউডের ‘সঞ্জু বাবা’ ৫১ বছর বয়সে বাবা হন। একাধিক সম্পর্কে জড়ানোর পর শেষমেষ মান্যতা দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়। ২০১০ সালে যমজ সন্তানের জন্ম দেন মান্যতা।

These bollywood actors became father after 50

সইফ আলি খান– তিনিও ৫১ বছরে চতুর্থ বার বাবা হয়েছেন। দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর খান জন্ম দেন ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানের।

These bollywood actors became father after 50

প্রকাশ রাজ– চার সন্তান রয়েছে প্রকাশেরও। ৫০ বছর বয়সে চতুর্থ বার বাবা হন তিনি।

These bollywood actors became father after 50

সতীশ কৌশিক– ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন অভিনেতা সতীশ কৌশিক। অনেক চেষ্টার পরেও সন্তান জন্ম দিতে না পারায় মেয়েকে দত্তক নিয়েছেন তাঁরা। তখন সতীশের বয়স ছিল ৫৬ বছর।

These bollywood actors became father after 50

মনোজ তিওয়ারি– ৫১ বছর বয়সে এসে কয়েক মাস আগে তৃতীয় বারের জন্য বাবা হয়েছেন মনোজ তিওয়ারি।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর