বাংলাহান্ট ডেস্ক : স্বপ্নের নগরী মুম্বই। এখানকার বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে একটা কাজ পাওয়ার আশায় প্রতিনিয়ত কতশত মানুষ যে আসতে থাকে তার ইয়ত্তা নেই। বেশিরভাগেরই থাকে না কোনো গডফাদার। ফলত অমানুষিক পরিশ্রম করে যেতে হয় পায়ের তলায় জমি একটুকরো জমি পাওয়ার জন্য। আজ যাঁরা বলিউডের নামজাদা অভিনেতা, তাঁদের মধ্যে অনেকেই শুরুর দিকে রীতিমতো খেটে কাজ পেয়েছেন।
কঠিন পরিশ্রম করে বলিউডে (Bollywood) পা রেখেছেন এই তারকারা
বলিউডে (Bollywood) যারা বহিরাগত তাঁদের অবস্থা সবথেকে দুর্বিষহ, একথা বহুবার শোনা গিয়েছে। আজকের ইন্ডাস্ট্রিতে যাঁরা প্রথম সারিতে রয়েছেন তাঁদের মধ্যে অনেকেরই ছিল না মাথার উপরে গডফাদারের হাত। অভিনয়ে কাজ পাওয়ার আগে কেউ সেলসম্যান, কেউ বেয়ারা, কেউ আবার কন্ডাকটরের চাকরিও করেছেন! তালিকায় কারা কারা আছেন?
আরো পড়ুন : বউ নেই তো শাশুড়িই সই, ভরা মঞ্চে সবিতাকে কাছে টেনে যা করলেন শাহরুখ… থ নেটিজেনরা
রজনীকান্ত– দক্ষিণী ইন্ডাস্ট্রির ‘থালাইভা’। রাস্তার মোড়ে মোড়ে তাঁর প্রমাণ সাইজের কাটআউট দেখতে পাওয়া যায়। কিন্তু আজকের রজনীকান্ত হয়ে উঠতে কম কাঠখড় পোড়াতে হয়নি অভিনেতাকে। শোনা যায়, অভিনয় জগতে পা রাখার আগে বাসের কন্ডাক্টর ছিলেন তিনি।
আরো পড়ুন : মেয়ের কাণ্ড দেখো! মৌলবাদকে বুড়ো আঙুল দেখিয়ে বিকিনিতে ব়্যাম্পওয়াক পাকিস্তানি যুবতীর! কে এই সাহসিনী?
অক্ষয় কুমার– বলিউডের (Bollywood) ‘খিলাড়ি কুমার’। এক সময়ে বছরে ৪-৫ টা করেও ছবি করেছেন। অধিকাংশ হিট ছবি যাঁর ঝুলিতে তিনি প্রথম দিকে একটি গয়নার দোকানে কাজ করতেন। এমনকি খাবার দোকানে বেয়ারার কাজও করেছেন অক্ষয়।
আরশাদ ওয়ারসি– কমেডি চরিত্রে তিনি অনবদ্য। মুন্না ভাইয়ের ‘সার্কিট’ অভিনয় জীবনে পা রাখার আগে দরজায় দরজায় ঘুরে সেলসম্যানের কাজ করতেন।
বোমান ইরানি– ছোটবেলায় মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন বোমান ইরানি। বড় হয়ে মুম্বইয়ের এক নামী ফটোগ্রাফারের কাছে নিয়েছিলেন কাজ। তবে অভিনয় তাঁর জীবন বদলে দেয়। আজ বলিউডের (Bollywood) খ্যাতনামা মুখ বোমান ইরানি।