ভালোবেসে ভিন ধর্মে বিয়ে করেছিলেন এই তারকারা, কটা সংসার টিকল?

বাংলাহান্ট ডেস্ক : প্রেম নাকি অন্ধ। জাত, পাত, ধর্ম, বর্ণ মানে না কিছুই। একবার প্রেমের (Marriage) আঠায় জড়ালে সহজে ছাড় পাওয়ার জো নেই। উপরন্তু বলিউডি সিনেমা গুলি চিরাচরিত প্রেমের সংজ্ঞাকে দিয়েছে নতুন রূপ। ফিল্মি প্রেম কাহিনি কে না পছন্দ করে, যেখানে সবসময় হবে ‘হ্যাপি এন্ডিং’! কিন্তু বাস্তবে কি তা হয়? খোদ বলিউড তারকাদের জীবনেই হয়নি। এমন অনেকেই আছেন যারা ভিন ধর্মে ভালোবেসে বিয়ে (Marriage) তো করেছেন, কিন্তু তা টেকেনি শেষ পর্যন্ত।

কতজন বলিউড তারকার বিয়ে (Marriage) টিকেছে ভিন্ন ধর্মে?

বলিউডে ভিন ধর্মে বিয়ে (Marriage) আকছার দেখা যায়। ভালোবাসার ক্ষেত্রে বয়স, ধর্ম, প্রাক্তন সম্পর্ক কোনোটাই বাধা হয়ে দাঁড়ায় না অধিকাংশ তারকাদের কাছে। এমন অনেক তারকাই ভালোবেসে বেছে নিয়েছেন ভিনধর্মী জীবনসঙ্গী। তাদের মধ্যে কটা বিয়ে (Marriage) টিকে রয়েছে? চলুন দেখা যাক।

These bollywood celebrities marriage in different religion but divorced

আমির খান- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান দুবারই বিয়ে (Marriage) করেছেন ভিন ধর্মে। তাঁর প্রথম স্ত্রী রিনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুজনেই হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু কোনো বিয়েই টেকেনি তাঁর। প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে কিরণের সঙ্গে বিয়ে করেন আমির। কিন্তু সেই বিয়েও ভেঙে যায় বছর কয়েক আগে।

আরো পড়ুন : বাড়ি-গাড়ির সাথে মিলবে প্রচুর টাকা! প্রেসিডেন্ট হয়ে মোদীর থেকে কত বেশি সুযোগ-সুবিধা পাবেন ট্রাম্প?

শাহরুখ খান এবং গৌরি খান- হিন্দু ধর্মাবলম্বী গৌরি ছিব্বরকে বিয়ে (Marriage) করার সময় বহু বাধার মুখে পড়েছিলেন শাহরুখ। কিন্তু সব বাধা পেরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। তবে বিয়ের পর ধর্ম পরিবর্তন করেননি গৌরি। তাঁদের সম্পর্ক বলিউডে অন্যতম নিদর্শন।

আরো পড়ুন : এবার ঘুম উড়বে জঙ্গিদের! ৪ ইঞ্চির এই ব্রহ্মাস্ত্রেই বাজিমাত করছে ভারতীয় সেনা, অবাক করবে বিশেষত্ব

সোহেল খান এবং সীমা সচদেব- পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন দুজনে। সীমা ছিলেন পঞ্জাবি। তাই প্রথমে আর্য সমাজের নিয়মানুযায়ী বিয়ে (Marriage) করার পর আবার নিকাহ করেছিলেন তাঁরা। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২২ এ বিচ্ছেদ হয় তাঁদের।

ফারহান আখতার এবং অধুনা ভবানি- বছর ছয়েকের বড় অধুনার প্রেমে পড়ে বিয়ে (Marriage) করেছিলেন ফারহান। কিন্তু টেকেনি বিয়ে। তাঁর বর্তমান স্ত্রী শিবানী দান্ডেকরও হিন্দু।

These bollywood celebrities marriage in different religion but divorced

আরবাজ খান এবং মালাইকা অরোরা- সুন্দরী মালাইকার প্রেমে পড়েছিলেন সলমনের ভাই এবং সোহেলের দাদা আরবাজ খান। খ্রিষ্টান রীতিতে বিয়ে (Marriage) করেন তাঁরা। যদিও বহু বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। বর্তমানে সুরাহ খানকে বিয়ে করেছেন আরবাজ।

হৃতিক রোশন এবং সুজান খান- অভিনয় কেরিয়ার শুরু করেই সুজানকে বিয়ে (Marriage) করেছিলেন হৃতিক। দীর্ঘ ১৪ বছর সংসার করার পর আলাদা হয়ে যান তাঁরা।

These bollywood celebrities marriage in different religion but divorced

সইফ আলি খান এবং করিনা কাপুর খান- অনেক বাধা সত্ত্বেও ডিভোর্সি, বয়সে বড় সইফকে বিয়ে করেছিলেন করিনা। অভিনেতার প্রথম বিয়েও ছিল হিন্দু ধর্মাবলম্বী অমৃতা সিং এর সঙ্গে। তবে সেই বিয়ে টেকেনি।

রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডিসুজা- বলিউডের মিষ্টি দম্পতি রিতেশ জেনেলিয়া। ম্যাঙ্গালোরের ক্যাথলিক জেনেলিয়ার প্রেমে পড়ে বিয়ে করেন মহারাষ্ট্রের হিন্দু রিতেশ। মরাঠি এবং খ্রিস্টান দুই রীতিতেই বিয়ে হয়েছিল তাঁদের।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর