লকডাউন বাধা নয় সম্পর্কে, করোনাকে তুড়ি মেরে একইসঙ্গে গৃহবন্দি এইসব সেলেবরা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) সম্প্রতি বেশ কিছু নতুন জুটি হয়েছে যারা সবসময়ই ‘টক অফ দ‍্য টাউন’। মুম্বইয়ের রেস্তোরাঁয় বা ছবির প্রিমিয়ারে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাঁদের। এই তালিকায় রয়েছেন রণবীর আলিয়া, অর্জুন মালাইকা, দিশা টাইগার প্রমুখ। তবে এখন পরিস্থিতি অন‍্য। লকডাউনের জেরে বাড়ি বন্দি হয়েই থাকতে হচ্ছে সবাইকে। অবশ‍্য এর একটা ভাল দিকও খুঁজে নিয়েছেন তারকারা। এমনিতে তাদের ব‍্যস্ত শিডিউলে বেশি সময় দেওয়ার সুযোগ পান না। তাই এই দীর্ঘ লকডাউনটা চুটিয়ে উপভোগ করে নিতে চাইছেন বলি সেলেবরা। অনেকে তো তাদের মধের মানুষটির সঙ্গেই বন্দি রয়েছেন একই বাড়িতে।
আলিয়া ভাট ও রণবীর কাপুর- বলিপাড়ার সবথেকে ‘হট কাপল’ নিঃসন্দেহে রণবীর আলিয়া। কিছুদিন আগেই সর্বসমক্ষে রণবীরকে ভালবাসার কথা স্বীকার করেছিলেন তিনা। সামনেই নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন দুজন। আর এখন লকডাউনেও রণবীরের বাড়িতেই রয়েছেন আলিয়া। একসঙ্গে রণবীরের পোষ‍্যকে নিয়ে ঘোরার সময়ে ক‍্যামেরাবন্দি হন ‘রণলিয়া’ জুটি।

2115461 alia bhatt ranbir kapoor cute moments 1576047081
অর্জুন কাপুর মালাইকা অরোরা- তাঁদের সম্পর্কের কথা এখন আর নতুন কিছু নয়। মাঝে মাঝেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁদের। কিছুদিন আগেই একইসঙ্গে চিকিৎসক, স্বাস্থ‍্যকর্মীদের উৎসাহ দিতে দেখা গিয়েছিল তাদের।

https://www.instagram.com/p/B6xaS-7BDrH/?igshid=omlwnrntvz7

দিশা পাটানি ও টাইগার শ্রফ- সম্প্রতি টাইগারের বোন কৃষ্ণা শ্রফের সঙ্গে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন দিশা। তখনই জল্পনা শুরু হয় একই সঙ্গে রয়েছেন টাইগার ও দিশা। কৃষ্ণাকে মেকআপ করে একটি ছবিও তুলে দিয়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B-GpcClg2Fi/?igshid=ei40qn1vuaeb

ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর- শিবানীর ইনস্টা হ‍্যান্ডেলে উঁকি মারলেই দেখা যাবে দুজনের ছবিতে ভর্তি। এখন গৃহবন্দি হয়ে ফারহানের সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

https://www.instagram.com/p/B-_WASGnxsz/?igshid=1agc3d7f4582p

কৃতি খারবান্দা পুলকিত সম্রাট- নতুন নতুন শীলমোহর পড়েছে তাদের সম্পর্কে। লকডাউনে একসঙ্গে রান্না করে, সিনেমা বানিয়ে সময় কাটাচ্ছেন তারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর