‘রাত গয়ি বাত গয়ি’, সম্পর্ক ভাঙার পর প্রাক্তনের বিয়েতে কবজি ডুবিয়ে খেয়ে এসেছিলেন এই ৬ বলি তারকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এতদিনে প্রায় সকলেই জেনে গিয়েছেন ধরা-ছাড়ার খেলায় সিদ্ধহস্ত বলিউড তারকারা। কয়েক মাস সম্পর্ক টিকতে না টিকতেই ফের নতুন সম্পর্কে (relation) জড়িয়ে পড়েন অনেকেই। এমনকি একাধিক বিয়েও তাঁদের কাছে নস‍্যি। ব‍্যতিক্রম অবশ‍্যই আছে, তবে তার সংখ‍্যা খুব কম। আজ জেনে নিন বলিউডের এমন কয়েকজন গুণধরদের যারা হাসতে হাসতে প্রাক্তনের (ex) বিয়েতে গিয়েছিলেন।

রণবীর কাপুর– বলিউডের ‘প্লে বয়’ বলে কুখ‍্যাতি রয়েছে ঋষি-পুত্রের। দীপিকা পাডুকোন, ক‍্যাটরিনা কাইফ সহ আরো একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। শোনা যায়, সোনম কাপুরের সঙ্গেও প্রেম করেছিলেন রণবীর। ‘সাওয়ারিয়া’ ছবির শুটিংয়ের সময়েই নাকি প্রেমে পড়েছিলেন দুজনে। কিন্তু যে কারণেই হোক সে প্রেম টেকেনি। পরে সোনমের বিয়েতে আলিয়া ভাটের সঙ্গে নিমন্ত্রণ খেতে এসেছিলেন রণবীর।


অনুষ্কা শর্মা– রণবীর সিংয়ের সঙ্গে অনুষ্কা সম্পর্কে ছিলেন দীর্ঘদিন, এমনি গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। ‘ব‍্যান্ড বাজা বারাত’ ছবির সময়েই দুজনের প্রেম জমে উঠৈছিল। কিন্তু সে প্রেম ভেঙে যায়। দীপিকা পাডুকোনের সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। অপরদিকে বিরাট কোহলিকে বিয়ে করেন অনুষ্কা। পরে দীপিকা রণবীরের বিয়েতে উপস্থিত ছিলেন তিনি।


শাহিদ কাপুর– করিনা কাপুর ছাড়াও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও প্রেম করেছেন শাহিদ। পরে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়েতেই স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে হাসিমুখে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তিনি।


ডিনো মোরিয়া– বলিউডে একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন বিপাশা বসু। তাদের মধ‍্যে অন‍্যতম ডিনো মোরিয়া। পরবর্তী কালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশার বিয়েতে উপস্থিত ছিলেন তিনি।


নেহা ধুপিয়া– শোনা যায়, ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে সম্পর্কের বাঁধনে জড়িয়েছিলেন তিনি। পরে প্রাক্তন যুবরাজের বিয়েতে এসেছিলেন নেহা।

X