নভেম্বর থেকেই বিয়ের সানাই, গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের এই ‘হট ফেবারিট’ জুটিরা

বাংলাহান্ট ডেস্ক: ডিসেম্বর মানেই বিয়ের (wedding) মরশুম। শীতের আমেজ মেখে বিয়েবাড়ির সানাইয়ের সুরে মেতে ওঠেন আমজনতা থেকে তারকা সকলেই। এ বছরের শেষেও বেশ কয়েকজন বলিউড (bollywood) তারকা রয়েছেন সম্ভাব‍্য বর কনের তালিকায়। কানাঘুঁষো শোনা যাচ্ছে, ডিসেম্বরেই সাত পাকটা ঘুরেই ফেলবেন টাউনের এই সুপারহিট জুটিরা। নজর বুলিয়ে নিন তালিকায়-

আলিয়া ভাট ও রণবীর কাপু্র– বলিউডের হট ফেবারিট জুটিদের মধ‍্যে সর্বাগ্রে নাম আসবে রণবীর আলিয়ার। বেশ অনেকদিন ধরেই সম্পরৃকে রয়েছেন দুজন। আর গত দু বছর ধরেই তাঁদের বিয়ের খবর শোনা যাচ্ছে।

2115461 alia bhatt ranbir kapoor cute moments 1576047081
শোনা যায়, ২০১৭ থেকে ডেটিং শুরু করেছেন রণবীর আলিয়া। তবে ২০১৯ এ এসে সম্পর্কটা আনুষ্ঠানিক করেন ‘রণলিয়া’ জুটি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, চলতি বছরের শেষে ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার কথা তাঁদের। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি কেউই।

ভিকি কৌশল ও রণবীর কাপুর– গত কয়েকদিন ধরে চর্চার মধ‍্য গগনে ‘ভিক‍্যাট’ জুটি। আসন্ন বিয়ে নিয়ে লাগাতার লাইমলাইটে রয়েছেন তাঁরা। ক‍্যাটরিনাকে ভিকির রোম‍্যান্টিক বিয়ের প্রস্তাব থেকে তাঁদের বাগদানের খবর পর্যন্ত সবই বিকোচ্ছে হটকেকের মতো।

Katrina Kaif Vicky Kaushal
শোনা গিয়েছে,  দিওয়ালির শুভলগ্নে পরিচালক কবীর খানের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল ভিকি ক‍্যাটরিনার বাগদান। লেহেঙ্গায় সেজেছিলেন ক‍্যাট সুন্দরী। শুধুমাত্র দুই পরিবারের সদস‍্যদের নিয়ে হয়েছে অনুষ্ঠান। ৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত নাকি চলবে বিয়ের অনুষ্ঠান। রাজস্থানের সাওয়াই মাধোপুরের বিলাসবহুল রিসর্ট সিক্স সেন্সেস ফোর্ট, বারওয়ারাতেই বিয়ের আসর বসবে ভিকি ক‍্যাটরিনার। তবে এই বিষয়েও এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন ভিকি ক‍্যাটরিনা।

richa chadha reveals ali fazal took a 10 minute nap on the beach after asking her to marry him in maldives main
রিচা চাড্ডা ও আলি ফজল– খুল্লমখুল্লা প্রেম করেন রিচা ও আলি। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন। গত বছর করোনা পরিস্থিতির কারণে ভেস্তে গিয়েছিল তাঁদের বিয়ের পরিকল্পনা। সম্ভবত আগামী ফেব্রুয়ারি বা মার্চেই শুভকাজটা সেরে ফেলবেন তাঁরা।

IMG 20210613 192308
অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন– বলিউডের আরেক চর্চিত জুটি। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বড়দিনের আগেই বিয়েটা সেরে ফেলবেন ভিকি অঙ্কিতা। ডিসেম্বরের ১২, ১৩ ও ১৪ তিন দিন জুড়ে চলবে বিয়ের নানাবিধ অনুষ্ঠান। বলিউডের এই ‘বিগ ফ‍্যাট ওয়েডিং’এ উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা ব‍্যক্তিত্ব। ঠিক হয়ে গিয়েছে অতিথিদের তালিকা। শোনা যাচ্ছে, মুম্বইয়ের এক পাঁচ তারা হোটেলেই নাকি বসবে বিয়ের আসর।

28rajkummar
রাজকুমার রাও ও পত্রলেখা– বরাবরই সম্পর্কটাকে প্রকাশ‍্যে রেখেছেন দুজনে। সোশ‍্যাল মিডিয়ায় ভর্তি যুগল ছবিতে। রাজকুমারের অভিষেক ছবি ‘সিটি লাইটস’এ পত্রলেখার সঙ্গে প্রথম সাক্ষাৎ তাঁর। তখনি প্রেম। শোনা যাচ্ছে, নভেম্বরের ১০, ১১ ও ১২ তারিখ বিয়ের অনুষ্ঠান চলবে রাজকুমার ও পত্রলেখার। জয়পুরে বসবে বিয়ের আসর।

Niranjana Nag

সম্পর্কিত খবর