দিব্যা ভারতী থেকে সুশান্ত, বলিউডের যে ছবিগুলি কোনোদিন দেখতে পারবে না মুক্তির আলো

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে প্রতি বছর বহু ছবি তৈরি হয়। এর মধ্যে অধিকাংশই মুক্তির আলো দেখলেও বেশ কিছু ছবি মুক্তি (Film Release) পায় না। বিভিন্ন কারণে মুক্তি হয় পিছিয়ে যায় ছবিগুলির, নয়তো আটকে যায়। এভাবে বছরের পর বছর ধরে আটকে থাকে ছবিগুলির মুক্তি (Film Release)। বলিউডে দীর্ঘদিন ধরে চলে আসছে এমনটা।

বলিউডের এই ছবিগুলির মুক্তি (Film Release) আটকে গিয়েছে

সেই ১৯৮৭ সালে ‘দেবা’ ছবির হাত ধরে অমিতাভ বচ্চন এবং সুভাষ ঘাইয়ের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু দুজনের মধ্যে মন কষাকষিতে চিরতরে আটকে যায় ছবির মুক্তি (Film Release)। আবার ১৯৯৩ সালে ‘পরিণাম’ ছবিটি মুক্তি আটকে যায় দিব্যা ভারতীর অকালপ্রয়াণে। আর কোনোদিনই মুক্তি পায়নি ছবিগুলি। বিগত কয়েক বছরেও এমন বহু ছবি জমেছে যেগুলির মুক্তি আটকে গিয়েছে। কোন কোন ছবি রয়েছে তালিকায়?

These bollywood film release are stopped

দোস্তানা ২- কার্তিক আরিয়ান, জাহ্নবী কাপুর অভিনীত ছবিটি ৩৫ দিনের শুটিংয়ের পর থমকে যায়। শোনা গিয়েছিল পরিচাল করণ জোহর এবং কার্তিকের মধ্যে মনোমালিন্যের জেরে আটকে যায় ছবির মুক্তি (Film Release)।

তখত- করণ জোহরের এই ঐতিহাসিক ড্রামাটিতে একসঙ্গে কাজ করার কথা ছিল রণবীর সিং এবং করিনা কাপুর খানের। করোনার কারণে ছবির শুটিং থমকে যায়। এটি এতই বড় প্রোজেক্ট যে সেটে প্রায় ১০০০ জনের টিম দরকার বলে জানিয়েছিলেন করণ। কিন্তু এই বিষয়ে আর কোনো আপডেট মেলেনি।

পানি- শেখর কাপুর পরিচালিত ছবিটিতে অভিনয়ের কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। কিন্তু প্রথমে সৃজনশীল মতপার্থক্য এবং পরবর্তীতে সুশান্তের মর্মান্তিক মৃত্যুতে চিরতরে আটকে যায় ছবির কাজ (Film Release)।

চন্দা মামা দূর কে- এটিতেও অভিনয়ের কথা ছিল সুশান্তের। মহাকাশ নিয়ে একটি সায়েন্স ফিকশন ছবি হওয়ার কথা ছিল এটি। কিন্তু অভিনেতার মৃত্যুতে আটকে যায় কাজ।

মুন্না ভাই চলে আমেরিকা- মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি টিজার মুক্তির পরেও আটকে গিয়েছিল। তবে পরিচালক রাজকুমার হিরানি আভাস দিয়েছিলেন যে এটি ভবিষ্যতেও মুক্তি (Film Release) পেতে পারে।

 আরো পড়ুন : তিক্ততা-কাদা ছোড়াছুড়ি নয়, বিচ্ছেদের পরেও বন্ধুত্ব রয়েছে এই বলিউড জুটিদের মধ্যে

ইনশাআল্লাহ- ‘হাম আপকে হ্যায় কউন’ এর পর এই ছবির মাধ্যমেই আবার একসঙ্গে কাজ করার কথা ছিল সঞ্জয় লীলা বনশালি এবং সলমন খানের। ছিলেন আলিয়া ভাটও। কিন্তু পরিচালক অভিনেতার মধ্যে বিবাদের জেরে চিরতরে আটকে যায় ছবির মুক্তি (Film Release)।

আরো পড়ুন : এই বয়সেই এত বান্ধবী! ‘চ্যাম্পিয়ন’ ইউভানের কীর্তিতে গর্বিত রাজ-শুভশ্রী

দ্য ইমমরট্যাল অশ্বত্থামা- ভিকি কৌশলের ছবিটি ২০২৩ এর শুরুর দিকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে পিছিয়ে যায় শুটিং। পরৈ শোনা গিয়েছিল, ভিকির বদলে আসছেন রণবীর সিং। কিন্তু শেষমেশ এই ছবি নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর