রগরগে ঘনিষ্ঠতার দৃশ্যে চোখ উঠবে কপালে, ছোটদের সামনে দেখবেন না বলিউডের এই ছবিগুলি

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) এমন একটি ইন্ডাস্ট্রি যেখানে বছরে অসংখ্য সিনেমা তৈরি হয়ে থাকে। বিভিন্ন বয়সের দর্শকদের জন্য ছবি তৈরি হয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গোটা পরিবারকে নিয়ে হইহই করে দেখার মতো পারিবারিক সিনেমা যেমন তৈরি হয়, তেমনি আবার অ্যাকশন প্রেমী, রোম্যান্স প্রেমীদের জন্যও রয়েছে আলাদা জঁর। কম হলেও শুধুমাত্র ছোটদের জন্য ছবিও তৈরি করে বলিউড (Bollywood)। আবার তেমনি রগরগে ঘনিষ্ঠ দৃশ্যে ভরা ১৮+ ছবি তৈরিতেও বলিউডের (Bollywood) জুড়ি মেলা ভার।

বলিউডে (Bollywood) তৈরি হয়েছে যে সমস্ত বড়দের ছবি

সেই ৭০-৮০ এর দশক থেকেই বলিউডে (Bollywood) বড়দের ছবি তৈরি করার চল রয়েছে। এক সময়ে ইমরান হাশমি দাপটের সঙ্গে অভিনয় করেছেন ১৮+ ছবিতে। চুম্বন এবং শয্যা দৃশ্যে ভরা সেই সমস্ত ছবি ছোটদের থেকে শতহস্ত দূরে রাখাই ভালো। কোন কোন ছবি রয়েছে সেই তালিকায়, চোখ বুলিয়ে নিন ঝটপট-

আরো পড়ুন : আরো বিপাকে অরিন্দম শীল, আটকে ছবির মুক্তি, মাথায় হাত ‘মিতিন’ কোয়েলেরও!

অর্থ- বলিউড (Bollywood) সাবালক হয়েছে বহুবছর হল। সেই সাবালকত্বের অন্যতম ফসল এই ছবি। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছিল। কূলভূষণ খারবান্দা, শাবানা আজমি, স্মিতা পাটিল অভিনীত এই ছবিটি বলিউডের (Bollywood) অন্যতম সাহসী ছবি বলে মানা হয় এখনো।

আরো পড়ুন : ‘ভাঁড়ামোরও একটা লিমিট থাকে’, গৌতম হালদারের পারফরম্যান্স দেখে নেটপাড়ার কটাক্ষ, ‘বেণীমাধব কোমায়’

জিসম- বর্তমানে অভিনয় থেকে দূরত্ব অনেকটা বাড়িয়ে ফেললেও এক সময় বিপাশা বাসুর আবেদনে বুঁদ হয়েছিল দর্শকরা। ২০০২ সালে জন আব্রাহামের সঙ্গে বিপাশা অভিনীত ‘জিসম’ ছবিটি শোরগোল ফেলেছিল দর্শক মহলে।

Bollywood

মার্ডার- ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াত অভিনীত ছবিটি নিয়ে আজও চর্চা হয়। পরিবারের সঙ্গে ছবিটি দেখার দুঃসাহস করেন না কেউই।

জেহের- সে সময়ে ইমরান হাশমি সাফল্যে চূড়ায়। ২০০৫ সালে বাঙালি অভিনেত্রী উদিতা গোস্বামীর সঙ্গে আরো একবার পর্দায় ঝড় তুলেছিলেন তিনি। তবে ইমরানের কেরিয়ারে তেমন সফল হয়নি এই ছবি।

Bollywood

রুস্তম- পরকীয়ার বাস্তব ঘটনা অবলম্বনে ২০১৬ সালে তৈরি হয়েছিল ‘রুস্তম’। সেই অর্থে কোনো রগরগে দৃশ্য না থাকলেও পরকীয়ার বাস্তব গল্প বেশ হিট করেছিল ছবিটিকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর