সবাই স্কুলছুট নয়, এই বলিউড তারকাদের ডিগ্রি লজ্জায় ফেলবে তারকা সন্তানদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গ্ল‍্যামার ওয়ার্ল্ড (Bollywood) মানেই দেখনদারি, বিত্তবানদের দুনিয়া। সেখানে ক‍্যামেরার সামনে দাঁড়ানোর জন‍্য পড়াশোনা শিকেয় তুলতেও দুবার ভাবেন না বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা। কেউ স্কুল পর্যন্ত পড়েই পাততাড়ি গোটান আবার কেউ কেউ টেনেটুনে কলেজ। হাল আমলের তারকা সন্তান‍রা অবশ‍্য বিদেশেই পড়াশোনা শেষ করে দেশে ফিরে অভিনয়ে নেমে পড়েন। কিন্তু আজ আমরা জানব সেই সব তারকাদের ব‍্যাপারে যারা পড়াশোনা এবং অভিনয় দুটোতেই টপার।

অমিতাভ বচ্চন– তালিকায় সবথেকে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। পরিবারের সাহিত‍্য সংষ্কৃতির চল তাঁদের। প্রখ‍্যাত কবি হরিবংশ রাই বচ্চনের ছেলে অমিতাভ। দিল্লি বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক পড়েছেন তিনি। কিরোরি মাল কলেজ থেকে বিজ্ঞান ও কলা দুটি বিভাগেই স্নাতক পাশ করেছেন বিগ বি। এছাড়াও অস্ট্রেলিয়ার কুইনসল‍্যান্ড বিশ্ববিদ‍্যালয় থেকে ডক্টরেট উপাধিও পেয়েছেন তিনি।


শাহরুখ খান– ছেলে অল্প বয়সে বিগড়ে গেলেও শাহরুখ কিন্তু পড়াশোনায় রীতিমতো ভাল ছিলেন। স্কুল, কলেজ দুটোতেই তিনি ভাল ফলাফল করেছিলেন। প্রথমে সেন্ট কলম্বিয়া স্কুল ও তারপর হংসরাজ কলেজ থেকে ইকনমিক্সে স্নাতক পাশ করেন তিনি। এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ‍্যালয় থেকে সাংবাদিকতাও পড়তে গিয়েছিলেন শাহরুখ। কিন্তু অভিনয়ের নেশায় সেটা আর সম্পূর্ণ করেননি তিনি।


জন আব্রাহাম– বলিউডের অ্যাকশনে দক্ষ অভিনেতা এমবিএ ডিগ্রিধারী। বম্বে স্কটিশ স্কুল থেকে প্রাথমিক শিক্ষার পর জয় হিন্দি কলেজ থেকে ইকনমিক্সে স্নাতক পাশ করেন জন।


বিদ‍্যা বালান– পিছিয়ে নেই অভিনেত্রীরাও। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড় বিদ‍্যা। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সোশিওলজি পড়ার পর ইউনিভার্সিটি অফ মুম্বই থেকে স্নাতকোত্তরও পাশ করেন তিনি।


আয়ুষ্মান খুরানা– ইনিও মাস্টার্স করেছেন সাংবাদিকতায়। তার আগে ইংরেজি সাহিত‍্যে স্নাতক পাশ করেছেন আয়ুষ্মান।


সোহা আলি খান– অক্সফোর্ডের বিল্লোল কলেজ থেকে আধুনিক ইতিহাস নিয়ে স্নাতক পাশ করেছেন শর্মিলা কন‍্যা। এরপর লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে ইন্টারন‍্যাশনাল রিলেশনস এবং পলিটিকাল সায়েন্স নিয়ে স্নাতকোত্তর পড়েছেন সোহা।


বরুন ধাওয়ান– নটিংহ‍্যাম ট্রেন্ট বিশ্ববিদ‍্যালয় থেকে এমবিএ করেছেন বরুন।


সোনু সূদ– ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন ‘গরিবের মসিহা’ সোনু।


সারা আলি খান– তারকা সন্তান হলেও পড়াশোনাতেও বেশ ভাল সারা। মুম্বইয়ের বেসান্ত মন্টেসরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ‍্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক পাশ করেছেন সইফ কন‍্যা।

X