বাংলাহান্ট ডেস্ক: বিবিধ ভাষা, সংষ্কৃতির মেলবন্ধনের দেশ ভারতবর্ষ (India)। জাতপাত ধর্ম নির্বিশেষে মানুষকে আপন করে নেয় এই মহান দেশ। কিন্তু অন্য দেশের পাসপোর্ট নিয়ে বছরের পর বছরের ধরে ভারতে থেকে রোজগার করা? অবাক লাগলেও সত্যিই এমনটা চলে আসছে বহুদিন ধরে। আর তাও ঘটছে খোদ বলিউডের (Bollywood) অন্দরে।
দেশের সবথেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড। গোটা বিশ্বে বলিউডি ছবি, গান ব্যাপক জনপ্রিয়। হিন্দি ছবির টানে অভিনয় করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিদেশিরা ছুটে আসেন মুম্বইতে। অনেকে ইন্ডাস্ট্রির সদস্য হয়ে থেকে যান। আবার এমনো অনেকে আছেন যারা আসলে ভারতীয় হলেও অন্য দেশের নাগরিকত্ব রয়েছে তাদের কাছে। তালিকায় থাকা নামগুলো চমকে দেবে!
আলিয়া ভাট– জন্ম মুম্বইতে হলেও আলিয়া কিন্তু ভারতীয় নন। তিনি একজন ব্রিটিশ নাগরিক। মা সোনি রাজদানের সূত্রে ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে তাঁর কাছে। কিন্তু কেরিয়ার তিনি বানিয়েছেন বলিউডেই। তাঁর মা-ও ছিলেন বলিউড অভিনেত্রী।
অক্ষয় কুমার– একথা সকলেই জানেন অক্ষয়ের কাছে রয়েছে কানাডার নাগরিকত্ব। এর জন্য কম ট্রোলড হতে হয় না তাঁকে। কেরিয়ারের এক খারাপ সময়ে কানাডার নাগরিকত্ব নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি আবারো ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি।
নার্গিস ফকরি– নার্গিসের বাবা মা জন্মসূত্রে চেক প্রজাতন্ত্রের হলেও আসলে তাঁরা ছিলেন পাকিস্তানি। অন্যদিকে বিগত প্রায় এক দশক ধরে বলিউডে কাজ করলেও জন্মসূত্রে মার্কিন নাগরিক নার্গিস।
জ্যাকলিন ফার্নান্ডেজ– বলিউডের জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী জ্যাকলিন আসলে শ্রীলঙ্কার নাগরিক। সে দেশেই জন্ম তাঁর। তবে নিজের কাজের জন্য ভারতে থাকেন তিনি।
ক্যাটরিনা কাইফ– ক্যাটরিনার জন্ম হংকংয়ে। কিন্তু তাঁর বাবা ছিলেন ব্রিটিশ নাগরিক। সেই সূত্রে অভিনেত্রীরও রয়েছে ব্রিটিশ নাগরিকত্ব।
সানি লিওন– করণজিৎ কউর ওরফে সানির বাবা মা ছিলেন কানাডিয়ান নাগরিক। সানির নিজেরও রয়েছে কানাডার নাগরিকত্ব। এতদিন বলিউডে থাকলেও ভারতীয় নাগরিকত্বের আবেদন করেননি তিনি।
নোরা ফতেহি– বংশগত ভাবে মরোক্কান হলেও নোরার জন্ম এবং বড় হয়ে ওঠা কানাডাতে। সে দেশেরই নাগরিক তিনি। তবে নোরা জনপ্রিয়তা পেয়েছেন বলিউড তথা ভারতে এসে।