অমিতাভ সহ এই তারকারা অভিনয় ছাড়াও করেন সাইড ব্যবসা, কামান কোটি কোটি টাকা

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) মানেই টাকার খেলা। এখানে যে যত ধনী তার কদরও তত বেশি। তাই প্রভাব প্রতিপত্তি দেখানোর সুযোগ কখনোই ছাড়েন না তারকারা। ছবি হিট হোক ফ্লপ, পারিশ্রমিক বাড়িয়েই যান প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা। তবে ঠাঁটবাট বজায় রাখতে শুধু সিনেমা করে এখন আর কাজ চলে না। তাই অনেক তারকাই ঝুঁকছেন সাইড বিজনেসের (Business) দিকে।

অভিনয় জগৎ বড়ই অনিশ্চিত। কেউই জোর দিয়ে দাবি করতে পারে না যে তার সব ছবি হিট হবে, সে যত বড় তারকাই হোক না কেন। তাই টাকার (Indian Rupee) আমদানি বজায় রাখতে অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করেন। এই তালিকায় রয়েছেন ইন্ডাস্ট্রির খ্যাতনামা এ লিস্টাররাও। দেরি না করে ঝটপট চোখ বুলিয়ে নিন তালিকায়-

amitabh bachchan

অমিতাভ বচ্চন– একটানা কয়েক দশক ধরে অভিনয় জগতে রয়েছেন তিনি। বলিউডের সবচেয়ে ধনী তারকাদের মধ্যে তিনি একজন। তবে তাঁর আয়ের উৎস কিন্তু শুধু অভিনয় নয়। বিগ বি শেয়ার মার্কেটেও বিনিয়োগ করে থাকেন। ২০১৩ সালে একটি নামী সংস্থার ১০ শতাংশ অংশীদারী কিনেছিলেন অমিতাভ।

অমিতাভ বচ্চন,শাহরুখ খান,সলমন খান,অজয় দেবগণ,ব্যবসা,কোটি,টাকা,বলিউড,amitabh bachchan,shahrukh khan,salman khan,ajay devgan,business,crore,Indian rupee,bollywood,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

সলমন খান– একথা সকলেই জানেন, অভিনেতার পাশাপাশি সলমনের আরো একটি পরিচয় আছে। তিনি একজন সফল ব্যবসায়ী। নিজস্ব জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে তাঁর, নাম ‘বিইং হিউম্যান’। ভারত ছাড়াও প্রায় ১৪ টি দেশে এই ব্র্যান্ডের আউটলেট রয়েছে।

অমিতাভ বচ্চন,শাহরুখ খান,সলমন খান,অজয় দেবগণ,ব্যবসা,কোটি,টাকা,বলিউড,amitabh bachchan,shahrukh khan,salman khan,ajay devgan,business,crore,Indian rupee,bollywood,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

মালাইকা অরোরা– সলমনের প্রাক্তন ভাই বউ মালাইকা এখন আর অভিনয় বা আইটেম সং করেন না। তবুও জীবন কাটান কুইন সাইজ। কীভাবে? ফটোশুট, ব্র্যান্ড এন্ডর্সমেন্ট ছাড়াও একটি ফ্যাশন সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে মালাইকার।

shahrukh khan fir

শাহরুখ খান– বলিউডের বাদশা আলাদা ভাবে কোনো ব্যবসা না করলেও ইন্ডাস্ট্রিতেই এক ব্যবসা ফেঁদে বসেছেন। রেড চিলিস এন্টারটেনমেন্ট নামে নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তাঁর।

akshay kumar donation

অক্ষয় কুমার– টাকার মূল্য তিনিই সম্ভবত সবথেকে ভাল বোঝেন। অভিনয় ছাড়া একাধিক সাইড বিজনেস রয়েছে আক্কির। একটি অনলাইন শপিং চ্যানেল রয়েছে তাঁর। এছাড়াও হরি ওম এন্টারটেনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থাও রয়েছে তাঁর নামে।

অমিতাভ বচ্চন,শাহরুখ খান,সলমন খান,অজয় দেবগণ,ব্যবসা,কোটি,টাকা,বলিউড,amitabh bachchan,shahrukh khan,salman khan,ajay devgan,business,crore,Indian rupee,bollywood,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

শিল্পা শেট্টি– অভিনয় জগতে তাঁকেও আর দেখা যায় না। তবে তাঁর একাধিক ব্যবসা রয়েছে। একটি নাইট বারের মালকিন তিনি। পাশাপাশি মুম্বইতেও একটি স্পা রয়েছে তাঁর নামে।

অমিতাভ বচ্চন,শাহরুখ খান,সলমন খান,অজয় দেবগণ,ব্যবসা,কোটি,টাকা,বলিউড,amitabh bachchan,shahrukh khan,salman khan,ajay devgan,business,crore,Indian rupee,bollywood,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

অজয় দেবগণ– রোহা গ্রুপের অন্যতম অংশীদার তিনি। এন্টারটেনমেন্ট সফটওয়্যার লিমিটেড নামে একটি সংস্থারও মালিক তিনি।