বাস্তুমতে রান্নাঘরে এই বদলগুলো আনা আবশ্যক, নাহলে রুষ্ট হবেন মা লক্ষ্মী

বাংলাহান্ট ডেস্কঃ ঘরে সুখ শান্তি এবং ধন রত্ন বৃদ্ধিতে সকলেই মা লক্ষ্মীর (lakshmi) আরাধনা করে থাকেন। কথায় বলে, মা লক্ষ্মী বড়ই চঞ্চলা। তাই প্রতিটি গৃহস্থ বাড়ির মহিলারা প্রতি বৃহস্পতিবার নিষ্ঠা ভরে, মায়ের পূজো করে, পাঁচালি পড়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন।

Lakshmi 58d0395e3df78c3c4f74399a

তবে মা লক্ষ্মীকে তুষ্ট করতে রান্নাঘরে কিছু বদল আনা আবশ্যক। অর্থাৎ, বাস্তুশাস্ত্রমতে রান্নাঘরের সম্পর্কে কয়েকটি নিয়ম পালন করলে, মা লক্ষ্মীর আশীর্বাদী হাত সর্বদা আপনার পরিবারের উপর থাকবে।

22 4

জেনে নিন-

  • রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নাহলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হবেন।
  • রান্নাঘরে দেব-দেবীর ছবি বা মূর্তি রাখা ঠিক নয়।
  • অনেকেই আছেন, যারা রাতে একবার রান্নাঘর পরিষ্কার করেন। কিন্তু এটা করা কখনই ঠিক নয়।
  • রান্নার পাত্র এবং গ্যাসের বার্নারও রোজ পরিষ্কার করা উচিৎ।
  • রুটি তৈরি পর বেলন চাকি ধুয়ে রাখা উচিৎ সর্বদা।
  • ঘরে বাসি খাবার কিংবা রান্নাঘরে ফ্রিজে পুরনো খাবার রাখা ঠিক নয়।
  • রান্নার সময় কাঠের খুন্তি ব্যবহার করে আগুন ধরে গেলে, তা পরিবারের জন্য অশুভ ইঙ্গিতবাহী।

Smita Hari

সম্পর্কিত খবর