বাংলাহান্ট ডেস্ক : তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন নরেন্দ্র মোদি। গঠিত হয়েছে NDA সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget 2024) তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী বাজেটে (Budget) চাকুরীজীবীদের জন্য আসতে চলেছে সুখবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামী সপ্তাহের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। ধারণা করা হচ্ছে সেই বাজেটে চাকুরীজীবীদের টেক-হোম স্যালারি বৃদ্ধি পেতে পারে।
বাজেটে (Budget) আসছে বদল
আয়করে ছাড়:- একটি প্রতিবেদন অনুযায়ী, এবারের বাজেটে (Budget) বদল আসবে চাকুরিজীবীদের আয়কর (Income Tax) স্ল্যাবেও। কোনও করের ক্ষেত্রে আয়ের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হতে পারে। কর কমিয়ে কম আয়ের ব্যক্তিদের খরচ করার প্রবণতা বৃদ্ধির চেষ্টা করা হবে আসন্ন বাজেটে। নতুন কর ব্যবস্থায় প্রযোজ্য হতে পারে এই ছাড়। আয়কর স্ল্যাবে বদল আসলে তার উপকার পাবেন প্রতিটি করদাতা নাগরিক।
কর্মসংস্থান:- যুবকদের আস্থা অর্জন করতে আসন্ন বাজেটে (Budget) বড় সিদ্ধান্তের কথা জানাতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধু তাই নয় বিভিন্ন বেসরকারি খাত যেমন পরিকাঠামো, উৎপাদন, আইটি, গ্রিন এনার্জি এবং রেলে চাকরির সুযোগ পূর্বের তুলনায় আরও বৃদ্ধি করা হবে।
আরোও পড়ুন : TRP তুলতে বিরাট টুইস্ট! জলে ডুবে মৃত্যু রোহিতের! তুলকালাম পর্ব ‘ফুলকি’ ধারাবাহিকে
বাড়িভাড়ায় ছাড়:- মেট্রোপলিটন এলাকায় বাড়িভাড়া (House Rent) ভাতায় ছাড় দেওয়া হবে বলে আশা করছেন বেতনভোগীরা। তাতেই করযোগ্য আয় হ্রাস পাওয়ার পাশাপাশি যাঁরা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্রয়ক্ষমতা বাড়বে।
আরোও পড়ুন : তৃণমূলে যোগ দিতে চাই! কল্যাণকে ক্রমাগত মেসেজ করছেন ‘এরা’! পরিচয় ‘ফাঁস’ করতেই তোলপাড়
নারী ক্ষমতায়ন:- বিশেষজ্ঞরা মনে করছেন, তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকার তার পূর্ণাঙ্গ বাজেটে (Budget) নারী ক্ষমতায়নের সম্পর্কিত কিছু পদক্ষেপ গ্রহণ করতে করে। এক্ষেত্রে ভর্তুকি কার্যকর করার পাশাপাশি অতিরিক্ত কর ছাড় দিয়ে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হতে পারে। একত্রে রান্নার গ্যাস ও স্বাস্থ্য পরিষেবায় ভর্তুকি দিতে পারে সরকার। মহিলাদের কর ছাড়ের সুযোগ দেওয়া হতে পারে।
কেন্দ্রীয় সরকারের কর্মীদের ন্যূনতম বেতন বৃদ্ধি:- কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন (Salary) বৃদ্ধি পেতে পারে এবারের বাজেটে (Budget)। শেষ বার ২০১৬ সালে ৬ হাজার টাকা থেকে বেড়ে ১৮ হাজার টাকা করা হয়। এবার এই ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২৬,০০০ টাকা হতে পারে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৮ হাজার টাকা বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।