টুইটারে শীঘ্রই মিলতে চলেছে এই দুর্দান্ত ফিচার্স! বড়সড় আপডেট দিলেন স্বয়ং ইলন মাস্ক

   

বাংলা হান্ট ডেস্ক: এবার টুইটারের (Twitter) নতুন ফিচার্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন স্বয়ং ইলন মাস্ক (Elon Musk)। তিনি টুইটারে ইনকামিং কল এবং এনক্রিপ্টেড মেসেজিং সহ একাধিক নতুন ফিচার্সের কথা জানিয়েছেন। গত বছর, ইলন মাস্ক “টুইটার 2.0 দ্য এভরিথিং অ্যাপ” পরিকল্পনাটির বিষয়টি জানান। যেখানে তিনি এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজ (ডিএম), লংফর্ম টুইট এবং পেমেন্টের মতো বৈশিষ্ট্য থাকার কথা বলেন।

কি জানিয়েছেন মাস্ক: এমতাবস্থায়, বর্তমানে টুইটারের নতুন ফিচার্সের বিষয়টি সামনে এনে তিনি বলেছেন যে, শীঘ্রই টুইটারে ভয়েস কল এবং ভিডিও চ্যাট করা যাবে। এটির মাধ্যমে, আপনি আপনার নম্বর না দিয়েই বিশ্বের যেকোনো জায়গার মানুষের সাথে কথা বলতে পারবেন। মূলত, টুইটার এই কল ফিচার্সটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলির মতোই উপলব্ধ করবে।

পাশাপাশি, মাস্ক বলেছেন যে বুধবার থেকেই একটি এনক্রিপ্টেড ডাইরেক্ট মেসেজ ভার্সান টুইটারে উপলব্ধ হবে। তবে, কলগুলি এনক্রিপ্টেড হবে কি না এই বিষয়ে তিনি কিছু জানাননি। এছাড়াও, তিনি বলেন বহু বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলিকে সরিয়ে ফেলা হবে, যার কারণে ফলোয়ার্সের সংখ্যা কমতে পারে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো হবে মেসেজিং: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টুইটারের এই নতুন বৈশিষ্ট্যের সাহায্যে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সরাসরি মেসেজ করতে পারবেন। এদিকে, টুইটারে মেসেজিং এখনও উপলব্ধ থাকলেও এনক্রিপ্ট করা হয়নি। টুইটারের নীতি অনুযায়ী, মাসে একবার অ্যাকাউন্টে লগইন করতে হবে। এর ফলে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা টুইটার অ্যাকাউন্টগুলিকে পার্মানেন্ট রিমুভ্যাল থেকে বাঁচানো যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে টুইটার তার বিভিন্ন সিদ্ধান্তের কারণে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে। কিছুদিন আগেই টুইটার সেলিব্রিটি থেকে শুরু করে জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রোফাইল থেকে ভেরিফায়েড ব্লু টিক সরিয়ে ফেলেছিল। যদিও, কিছু সময় পরে, টুইটার এক মিলিয়ন ফলোয়ার সহ হাই প্রোফাইল টুইটার অ্যাকাউন্টে ওই ব্লু টিক ফিরিয়ে দেয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর