বাংলাহান্ট ডেস্ক : বছর প্রায় শেষ হওয়ার পথে। চলছে ২০২৪ এর অন্তিম সপ্তাহ। এই সময়টা সকলেই থাকেন উৎসবের মেজাজে। একেই বড়দিনের উৎসব, তার উপর বছর শুরুর আনন্দ, কাজের চাপ একটু হালকা হলে অনেকেই পছন্দ করেন বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ (Web Series) দেখে সময় কাটাতে।
চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজগুলি (Web Series)
বছরের শেষ লগ্নে ইংরেজি, হিন্দি মিলিয়ে বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ (Web Series) মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে। এর মধ্যে রয়েছে এমন কিছু সিরিজ (Web Series) যা নিয়ে দর্শকদের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। তাহলে আর দেরি কেন, ঝটপট দেখে নিন কোথায় কোন সিরিজ মুক্তি পেল-
ডক্টর হু: জয় টু দ্য ওয়ার্ল্ড– যারা সায়েন্স ফিকশনের ভক্ত তাদের জন্য এই সিরিজটি (Web Series) একেবারে উপযুক্ত। ৪১ শতাব্দীর টাইম হোটেল, টাইম ট্রাভেল থেকে শুরু করে ডায়নোসর, দারুণ উত্তেজক অ্যাডভেঞ্চার দিয়ে সাজানো হয়েছে সিরিজটি। ২৫ শে ডিসেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে সিরিজটির।
গ্ল্যাডিয়েটর ২: প্রথম পার্টের ব্যাপক জনপ্রিয়তার পর এবার মুক্তি পাচ্ছে গ্ল্যাডিয়েটর এর দ্বিতীয় পার্ট। টানটান উত্তেজনা থেকে ইতিহাসের ছোঁয়া, এক সিরিজে একাধিক স্বাদ পাবেন দর্শকরা। থাকছে কয়েকজন নতুন মুখও। ২৫ শে ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হবে সিরিজটির (Web Series)।
স্কুইড গেম সিজন ২: এই সিরিজটি নিয়ে আর নতুন করে কিছুই বলার নেই। দুর্দান্ত থ্রিলার সিরিজটির প্রথম পার্ট দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার দ্বিগুণ উত্তেজনা নিয়ে ফিরছে দ্বিতীয় সিজন। ২৬ শে ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে সিরিজটির (Web Series)।
আরো পড়ুন : সোনাদানা নয়, এই “সামান্য” উপহারেই খুশি, বিয়ের ৫১ বছর পরও জয়ার জন্য কী নিয়ে যান অমিতাভ?
সিংঘম এগেইন: রোহিত শেট্টির সিংঘম ফ্র্যাঞ্চাইজির ছবিটি চলতি বছরের সবথেকে বড় ছবিগুলির মধ্যে ছিল অন্যতম। অজয় দেবগণ ছাড়াও অক্ষয় কুমার, রণবীর সিং, অর্জুন কাপুর, দীপিকা পাডুকোনরাও ছিলেন এই ছবিতে। আগামী ২৭ শে ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ছবিটি।
আরো পড়ুন : ঝুঁকির লগ্নিতে লোভনীয় রিটার্ন! ব্যাঙ্কের FD ছেড়ে মিউচুয়াল ফান্ড-শেয়ার বাজারেই আকৃষ্ট বিনিয়োগকারীরা
ভুলভুলাইয়া ৩: গত ১ লা নভেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছিল ভুলভুলাইয়া ৩। উৎসবের মরশুমে দর্শক টানতেই ‘সিংঘম এগেইন’ এর সঙ্গে এই ছবির রিলিজ করান নির্মাতারা। প্রথমটা একটু পিছিয়ে পড়লেও দ্রুত গতি ধরে নেয় ভুলভুলাইয়া ৩। ভারতীয় বক্স অফিসে এখনও পর্যন্ত প্রায় ২৭৫ কোটি টাকারও বেশি আয় করেছে ছবিটি। আগামী ২৭ শে ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ভুলভুলাইয়া ৩।