ধোনির বলা এই পাঁচটি কথা প্রমাণ করে ধোনির বিকল্প হয় না

বাংলাহান্ট ডেস্কঃ মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র ভারত অধিনায়ক হিসাবে সফল নন, তিনি নিজের জীবনেও একজন অত্যন্ত সফল ব্যক্তি। খুব কষ্ট করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি, আর তাই তিনি জানেন সফল হওয়ার মন্ত্র। মহেন্দ্র সিং ধোনির বলা প্রত্যেকটি কথাই তার কোটি কোটি ভক্তদের কাছে অমৃত বাণী। ধোনির বলা প্রত্যেকটি কথা আজীবন মনে রাখবে তার ভক্তরা। এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হল:

1) আইসিসি তিনটি ট্রফি জয়ের পর ধোনিকে প্রশ্ন করা হয়েছিল আপনার আর কি চাই? সেই উত্তরে ধোনি বলেছিলেন একই জিনিস বারবার হলেও আমার কোনো অসুবিধা হয় না।

2) ধোনি বলেছিলেন আমি কখনো ভিড়ের জন্য খেলি না, আমি খেলি শুধুমাত্র দেশের জন্য।

3) ফিটনেস প্রসঙ্গে ধোনি বলেছেন একজন খেলোয়ার যদি 100% ফিট না হয়ে মাঠে খেলতে নামে, তাহলে সে নিজের দেশকে ঠকাচ্ছে।

268183906c17071593312bdcc7b4412ad66dad4899d1fb86b26352576943c0f714637ed9e

4) সদ্য বিয়ে করার পর ধোনিকে প্রশ্ন করা হয় বিয়ের পর কি ক্রিকেটার ধোনির জীবনে পরিবর্তন আসবে? সেই সময় তিনি বলেছিলেন আমি আমার বউকে বলে দিয়েছি তুমি আমার জীবনের তৃতীয় গুরুত্বপূর্ণ একজন, প্রথমে আমার দেশ, তারপর আমার বাবা-মা, তারপর তুমি।

5) সিরিজ শেষ হওয়ার আগেই ভারত হেরে গিয়েছে, তাহলে কি সিরিজের বাকি ম্যাচ গুলি গুরুত্বহীন? এই প্রসঙ্গে ধোনি বলেছেন যতক্ষণ পর্যন্ত ফুলস্টপ পরে ততক্ষণ কোনো বাক্য শেষ হয় না।


Udayan Biswas

সম্পর্কিত খবর