একই দিনে মুক্তি চার চারটি বাংলা ছবির! ডিসেম্বরে হল কাঁপাবেন দেব-শুভশ্রী-মিঠুনরা

বাংলাহান্ট ডেস্ক : শীতের আমেজ বেশ চেটেপুটে উপভোগ করছে বাঙালি। উপরন্তু বছরও প্রায় শেষের মুখে। আর দিন কয়েক পরেই বড়দিন আর বর্ষশেষের ছুটির ধুম শুরু হতে চলেছে। এই সময়টায় উৎসবমুখর বাঙালি খোঁজে বিনোদন। হিন্দি, দক্ষিণী ইন্ডাস্ট্রি তো একগুচ্ছ সিনেমা (Bengali Film) নিয়ে তৈরি রিলিজের জন্য। টলিউডও বা পিছিয়ে থাকে কেন?

চলতি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এই বাংলা ছবিগুলি (Bengali Film)

মাস কয়েক আগেই দুর্গাপুজোয় বক্স অফিসে মাত করেছে একগুচ্ছ বাংলা ছবি (Bengali Film)। এবার বড়দিনে ফের দর্শক টানতে তৈরি দেব, মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে রাজ চক্রবর্তী, শিবপ্রসাদ নন্দিতারাও। কোন কোন ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে ২০২৪ এর ডিসেম্বরে? রইল তালিকা-

These four bengali movies are going to release on this december

খাদান– চলতি বছরের বহু প্রতীক্ষিত এক ছবি ‘খাদান’। পুরুলিয়া থেকে দামোদর উপত্যকায় কাজ করতে আসা শ্রমিকের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি (Bengali Film)। সুজিত রিনো দত্ত পরিচালিত ছবিতে দেব এবং যিশু সেনগুপ্ত ছাড়াও থাকছেন ইধিকা পাল। আগামী ২০ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে খাদান।

সন্তান– রাজ চক্রবর্তীর পরিচালনায় আবারো নায়িকা হিসেবে অভিনয় করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। মুখ্য চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীও। ছবিতে বাবা এবং সন্তানের আইনি লড়াইয়ের গল্প উঠে আসবে। এই ছবিটিও (Bengali Film) মুক্তি পেতে চলেছে ২০ শে ডিসেম্বর।

আরো পড়ুন : দেশ জুড়ে ‘পুষ্পা ২’ ঝড়, ১১ দিনেই ১৩০০ কোটি তুলে রেকর্ড! কিন্তু এই রাজ্যে ডাহা ফ্লপ আল্লু ম্যাজিক

ভূস্বর্গ ভয়ংকর– শীতের আমেজে একটু রহস্যের আঁচ না থাকলে চলে নাকি! দর্শকদের থ্রিলারের চাহিদা মেটাবে ‘ভূস্বর্গ ভয়ংকর’। সৃজিত মুখার্জির পরিচালনায় নতুন রহস্য নিয়ে ফিরছে ফেলুদা। এই ছবিও (Bengali Film) মুক্তি পাবে ২০ শে ডিসেম্বর।

আরো পড়ুন : উড়িয়েছিলেন শাহরুখের রাতের ঘুম, ৩ বছর পর মাদক কাণ্ড নিয়ে বিষ্ফোরক সমীর ওয়াংখেড়ে! এখন কোথায় আছেন NCB অফিসার?

চালচিত্র– চার বছর পর সিরিয়াল কিলারের গল্প নিয়ে ফিরছেন পরিচালক প্রতীম ডি গুপ্ত। গত ১০ ডিসেম্বর মুক্তির কথা থাকলেও এটিও প্রেক্ষাগৃহে আসছে ২০ শে ডিসেম্বর। ছবিতে থাকছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, জিয়াউল ফারুক অপূর্ব, অনির্বাণ চক্রবর্তী, রাইমা সেনের মতো একটি অভিনেতা অভিনেত্রীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর