বাংলাহান্ট ডেস্ক: ইউক্রেন (Ukraine) -রাশিয়া সংঘাত বর্তমানে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়ার ক্রমাগত আঘাতে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠছে ইউক্রেনের। এমতাবস্থায় বিশ্বের তাবড় শক্তিশালী রাষ্ট্রগুলো এক রকম মুখ ফিরিয়েছে ইউক্রেনের দিক থেকে। অথচ এই ছোট্ট দেশটার সৌন্দর্য ও সেখানকার অধিবাসীদের আতিথেয়তা একসময় মুগ্ধ করেছিল বিশ্ববাসীকে। জানিয়ে রাখি, ইউক্রেনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ছবির পরিচালকদের জন্য বিশেষ পছন্দের জায়গা হয়ে থেকেছে।
ইউক্রেনের নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপট নজর এড়ায়নি বলিউড পরিচালক প্রযোজকদের। শুধু বলিউড নয়, একাধিক দক্ষিণ ভারতীয় ছবিও এই দেশেই শুটিং হয়েছে। সেখানকার অপূর্ব প্রকৃতি মুগ্ধ করেছে দর্শকদের। ছবি হিট হওয়ার নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা। এক নজরে দেখে নিন কোন কোন ভারতীয় ছবির শুটিং হয়েছে ইউক্রেনে।
টাইগার থ্রি– তালিকায় প্রথমেই আসবে সলমন খান ও ক্যাটরিনা কাইফের আসন্ন ‘টাইগার থ্রি’ ছবিটি। জানিয়ে রাখি, ইউক্রেনে একটি বড় অংশ শুট হয়েছে এই ছবির। সে দেশের নৈসর্গিক দৃশ্যের মাঝে অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটি কেমন হয় সেদিকেই তাকিয়ে দর্শকরা।
আর আর আর– এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই উন্মাদনা তুঙ্গে। তেলুগু ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবিটির একটি ছোট অংশ শুট হয়েছে ইউক্রেনে। আগামী ২৫ মার্চ মুক্তি পাবে এই ছবি।
উইনার– জানা যাচ্ছে এটিই প্রথম ভারতীয় ছবি যেটা ইউক্রেনে শুট হয়েছে। বেশ কিছু দৃশ্যের পাশাপাশি তিনটি গানও শুট হয়েছে সে দেশে।
২.০– রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন অভিনীত ছবিটির একাধিক দৃশ্য শুট হয়েছে ইউক্রেনে। বিশেষ করে ছবির একটি জনপ্রিয় গানের শুটিং হয়েছিল ইউক্রেনে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা