বাংলা হান্ট নিউজ ডেস্ক: টুইটারের সিইও পদ থেকে জ্যাক ডরসি পদত্যাগ করার পর ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকে এই পদে নিয়োগ করা হয়। এর ফলে বলাই যায় যে বর্তমানে ডিজিটাল দুনিয়ার কমান্ড ভারতীয়দের হাতে। মাইক্রোসফট হোক বা গুগল, অ্যাডোব বা আইবিএম, সব সংস্থাই কাজ করছে ভারতীয়দের ইশারায়। এবার তাতে যোগ হয়েছে পরাগ আগরওয়ালের নতুন নাম। আসুন জেনে নেওয়া যাক এই তালিকায় আরও কোন কোন ভারতীয় রয়েছেন, যারা সারা বিশ্বে তাদের ডাঁকা বাজিয়ে চলেছেন।
টুইটারের সহ-প্রতিষ্ঠাতা, বিশ্বের অন্যতম বিখ্যাত সোশ্যাল মিডিয়া সাইট জ্যাক ডরসি তার পদ থেকে পদত্যাগ করার পর, এর কমান্ড এখন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালের হাতে এসেছে। টুইটারের নতুন সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন পরাগ। এর আগে পরাগ আগরওয়াল কোম্পানিতে চিফ টেকনোলজি অফিসার পদে নিযুক্ত ছিলেন। ২০১১ সালে একজন প্রকৌশলী হিসাবে কোম্পানিতে যোগদানের পর তিনি এখন সিইও-এর চেয়ারে বসেছেন। তিনি আইআইটি বোম্বে থেকে ইঞ্জিনিয়ারিং এবং ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন।
সুন্দর পিচাই গুগল অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনের সিইও। সুন্দর পিচাই ২০১৫ সালে গুগল কোম্পানির সিইও নিযুক্ত হন। আজ তার আদেশ গুগলে সবোর্চ্চ পর্যায় হিসাবে গণ্য করা হয়। সুন্দর পিচাই ২০০৪ সালে গুগলে যোগ দেন। এছাড়াও মাইক্রোসফটের নেতৃত্বে আছেন সত্য নাদেলা গুগল এবং টুইটারের পাশাপাশি, সফ্টওয়্যার কোম্পানি মাইক্রোসফটেও, ভারতীয় বংশোদ্ভূতদের নির্দেশে সবকিছু করা হয়। ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলাও মাইক্রোসফটের সিইও পদে রয়েছেন। হায়দরাবাদে জন্মগ্রহণকারী নাদেলা ২০১৪ সালে কোম্পানির সিইও নিযুক্ত হন এবং এই পদে অধিষ্ঠিত রয়েছেন।
অরবিন্দ কৃষ্ণ, আইবিএম-এর সিইও বিশ্বের নামকরা কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি আইবিএম-এ সিইওর পদও ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণের হাতে। অরবিন্দ ভারতের অন্ধ্র প্রদেশে জন্মগ্রহণ করেন এবং 2020 সালে IBM কোম্পানির সিইও হন। লেখালেখির কথা বলতে গেলে, অরবিন্দ কৃষ্ণ আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছেন। আরও অনেক বড় নাম অন্তর্ভুক্ত এরা ছাড়াও আরও অনেক ভারতীয় আছেন যারা বড় বড় কোম্পানিতে সিইও পদে বসে ভারতকে গর্বিত করছেন। এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক অ্যাডোবের সিইও শান্তনু নারাইন, ভিএম ওয়্যারের সিইও রঘু রঘুরাম। এখন এই তালিকায় পরাগ আগরওয়ালের নাম যুক্ত হওয়া অবশ্যই ভারতের জন্য একটি বড় অর্জনের চেয়ে কম নয়।