IPL-এ সুযোগ না পেয়ে ছাড়েন ভারত, বিদেশে ৬৩টি ছয়-চার মেরে ৫৯৭ রান করে শিরোনামে এই ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একসময় যুক্ত ছিলেন আইপিএলের সাথে। কেকেআর দলের অংশ থাকাকালীন চিরাজ জানি নামক এই ক্রিকেটারকে খুব বেশি মানুষ চিনতেন না। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স বেশ আলোড়ন ফেলে দিয়েছে। তিনি ছাড়াও ঢাকা প্রিমিয়ার লিগে খেলা ভারতীয় খেলোয়াড়দের দলে টেস্ট ম্যাচ খেলা হনুমা বিহারীও রয়েছেন। এছাড়াও বাংলা রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ইশ্বরন এবং বাবা অপরাজিত, পারভেজ রাসুল, গুরিন্দর সিং এবং চিরাগ জানিও মতো বড় তারকাও এই লিগের অংশ। একসময় দীনেশ কার্তিক, মনোজ তিওয়ারি এবং ইউসুফ পাঠানের মতো বড় নামগুলিও এই লিগে অংশ নিয়েছেন।

তাদের মধ্যে থেকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ডিপিএলে সবচেয়ে সফল ব্যাটার হলেন চিরাগ জনি। একই সাথে, টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তিনি ১৫ ম্যাচে প্রায় ৫০-এর কাছাকাছি গড়ে ৫৯৭ রান করেছেন।

এছাড়া চিরাগের ঝুলিতে রয়েছে ৪ টি অর্ধশতরান ও একটি শতরান। যার মধ্যে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ১২২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও তিনি মোট ২৭টি উইকেট নিয়েছেন। যার মধ্যে একটি ম্যাচে ১৫ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।

ভারতীয় অলরাউন্ডার চিরাগ ইকোনমি রেটও দুর্দান্ত যা হল মাত্র ৪.৮। বাবা অপরাজিত ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সফল ভারতীয় ব্যাটার। ৭ ম্যাচে মাঠে নেমে তিনি ব্যাট হাতে মোট ৩৭৮ রান করেছেন। চিরাগের মতোই তিনিও ৪টি অর্ধশতরান করেছেন। বঙ্গ রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এই টুর্নামেন্টে করেছেন ২১১ রান। তার সর্বোচ্চ স্কোর ৬২।


Reetabrata Deb

সম্পর্কিত খবর