বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সর্বত্রই অনলাইন শপিংয়ের (Online Shopping) রেশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, যেকোনো উৎসবের মরশুমে এহেন শপিং আরও বৃদ্ধি পায়। এদিকে, ইতিমধ্যেই দেশজুড়ে হোলির আমেজ শুরু হয়ে গিয়েছে। রঙিন এই উৎসবে মেতে ওঠার আবহে অনেকেই বিভিন্ন জিনিসপত্র এবং স্মার্ট ডিভাইসের কেনাকাটা করে থাকেন।
এদিকে, গ্রাহকদের চাহিদার ওপর ভর করে কেনাকাটার ওপরে বিভিন্ন ডিসকাউন্টও দেয় অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলি। এমতাবস্থায়, হোলির মরশুমে কেনাকাটা করলে কোন কোন জিনিসপত্রে কতটা ছাড় পাওয়া যেতে পারে তা পাঠকদের সুবিধার্থে বর্তমান প্ৰতিবেদনে উপস্থাপিত করা হল।
বর্তমান সময়ে আপনি যদি একটি ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সেটি অনলাইন মারফত কিনতে পারেন। এর ফলে আপনি নিঃসন্দেহে লাভবান হবেন। কারণ, এই সময়ে আপনি অনলাইন কেনাকাটায় ৩০ শতাংশ থেকে একদম ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। শুধু তাই নয়, আপনি ল্যাপটপ কেনার ক্ষেত্রে যেকোনো অনলাইন শপিং সাইট থেকে এটি কিনলেই বিপুল সাশ্রয় হতে পারে।
এছাড়াও গ্রাহকদেরকে হোলির মরশুমে স্মার্টফোন অ্যাক্সেসারিজের ক্রয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এমতাবস্থায়, যদি কোনো গ্রাহক অনলাইন থেকে এগুলি কেনাকাটা করেন সেক্ষেত্রে অনেকটাই সঞ্চয় হতে পারে। এছাড়া, আপনি যদি এই সময়ে অনলাইন মারফত স্মার্ট LED টিভি কেনেন সেক্ষেত্রেও খুব সহজেই ৪০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
এবারে আসি স্মার্টফোনের প্রসঙ্গে। মূলত, অনেকেই স্মার্টফোন কেনার ক্ষেত্রে কোনো উৎসবের মরশুমের অপেক্ষা করেন। কারণ, তখন অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে দুর্দান্ত ডিসকাউন্ট পাওয়া যায়। এমতাবস্থায়, আপনি যদি এই সময়ে একটি স্মার্টফোন কিনতে চান সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানির স্মার্টফোনের ক্ষেত্রে খুব সহজেই ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।