দুর্দান্ত সুযোগ নিয়ে এল Jio! এবার একদম বিনামূল্যে এক বছরের জন্য পাবেন 100GB ডেটা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে দেশের টেলিকম কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল Reliance Jio। এই কোম্পানি তার গ্রাহকদের জন্য প্রায়শই বিভিন্ন আকর্ষণীয় এবং সাশ্রয়ী মূল্যের অফার ও রিচার্জ প্ল্যান নিয়ে আসে৷ এমতাবস্থায়, সম্প্রতি, Jio একটি নতুন অফার ঘোষণা করেছে। যা নিঃসন্দেহে ব্যবহারকারীদেরকে অত্যন্ত লাভবান করবে। জানা গিয়েছে, Jio-র এই অফারের অধীনে, কিছু বিশেষ ব্যবহারকারীকে বিনামূল্যে 100GB হাই স্পিড ইন্টারনেটের সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি, এই অফারের নাম দেওয়া হয়েছে Jio HP Smart SIM Laptop Offer। বর্তমান প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Jio HP Smart SIM Laptop Offer-টি ঠিক কি?: প্রথমেই এই অফারটি সম্পর্কে জেনে নেওয়া যাক। সম্প্রতি Jio একটি স্মার্ট LTE ল্যাপটপ অফার সামনে এনেছে। যেখানে ব্যবহারকারীদের 100GB ইন্টারনেটের সাথে Jio ডিজিটাল লাইফের সুবিধাও দেওয়া হচ্ছে।

কারা এই অফারটির সুবিধা নিতে পারবেন: উল্লেখ্য যে, Jio HP স্মার্ট সিম ল্যাপটপের এই অফারটি সকলের জন্য নয়। পাশাপাশি, এর সুবিধা শুধুমাত্র সেইসব ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে পারে যাঁরা কিছু নির্বাচিত HP কোম্পানির ল্যাপটপ ব্যবহার করেন। সর্বোপরি, এই অফারের সুবিধা নিতে হলে, আপনার অবশ্যই একটি নতুন HP LTE ল্যাপটপ থাকতে হবে। যে ল্যাপটপের মডেলগুলিতে ব্যবহারকারীরা Jio HP স্মার্ট সিম ল্যাপটপ অফারের সুবিধা পাবেন সেগুলির মডেল নম্বর হল HP 14ef1003tu এবং HP 14ef1002tu। এছাড়াও, অফারের সুবিধা নিতে, আপনি এই ল্যাপটপগুলি রিলায়েন্স ডিজিটালের অনলাইন বা অফলাইন স্টোর বা JioMart-এর ওয়েবসাইট থেকেও কিনতে পারেন।

ফ্রি 100GB ডেটা পাওয়া যাবে: এই অফারের অধীনে, আপনাকে 1,500 টাকা মূল্যের 100GB হাই স্পিড ইন্টারনেটের সুবিধা দেওয়া হবে। যার বৈধতা থাকবে 365 দিন। পাশাপাশি, এই অফারের জন্য আপনাকে একটি নতুন Jio সিম নিতে হবে। এদিকে, এই ডেটার মেয়াদ শেষ হওয়ার আগে 100GB ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে 64Kbps হয়ে যাবে।

অফারটি পেতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন: আপনি যদি অফলাইনে HP স্মার্ট সিম ল্যাপটপ কিনে থাকেন, তাহলে আপনাকে রিলায়েন্স ডিজিটালের আধিকারিককে HP Smart LTE 100GB অফারের জন্য একটি নতুন Jio সিম সক্রিয় করতে বলতে হবে। পাশাপাশি, আপনাকে আপনার POI এবং POA-এর ডিটেলস জানাতে হবে। একবার আপনার ল্যাপটপে সিম ঢোকানো হলে, আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন।

JIO LAPTOP 1

জানিয়ে রাখি যে, আপনি যদি রিলায়েন্স ডিজিটালের অনলাইন স্টোর বা Jiomart থেকে এই ল্যাপটপটি কিনে থাকেন সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করা ল্যাপটপ আপনার বাড়িতে পৌঁছে গেলে, কেনার ৭ দিনের মধ্যে আপনার নিকটস্থ রিলায়েন্স ডিজিটাল স্টোরে যান এবং উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করুন। তবে, মনে রাখবেন যে, ল্যাপটপ কেনার রসিদ অবশ্যই থাকতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর