বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই ভারতে (India) অটোমোবাইল শিল্পের (Automobile Industry) বিকাশ আরও সমৃদ্ধ হচ্ছে। কয়েকবছর আগে পর্যন্ত এই শিল্পে শুধু আমদানি করা গাড়ির চাহিদা বেশি থাকলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন দেশেও বিভিন্ন সংস্থা গাড়ি তৈরি করছে। আর এইভাবেই বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার যেখানে দেশে তৈরি হওয়া বিভিন্ন গাড়ির তুমুল চাহিদা বিশ্বের একাধিক দেশে পরিলক্ষিত হয়েছে।
শুধু তাই নয়, ২০২৩ অর্থবর্ষে গত বছরের তুলনায় গাড়ি রপ্তানির পরিমাণও যথেষ্ট বেড়েছে। এই প্রসঙ্গে একটি রিপোর্টে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবর্ষে মোট যাত্রীবাহী গাড়ির রপ্তানির পরিমাণ হল ৬,৬২,৮৯১ ইউনিট। যা ২০২১-২২ অর্থবর্ষে ছিল মাত্র ৫,৭৭,৮৭৫ ইউনিট। নিঃসন্দেহে এই পরিসংখ্যান দেশের অটোমোবাইল শিল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য যে, দ্য সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (The Society of Indian Automobile Manufacturers, SIAM) সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ করেছে যে, ভারত থেকে যাত্রীবাহী গাড়ির রপ্তানির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বার্ষিক রপ্তানির পরিপ্রেক্ষিতে, এটি পূর্বের অর্থবর্ষের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, ইউটিলিটি যানবাহনের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে ২৩ শতাংশ। যেটি বেড়ে দাঁড়িয়েছে ২,৪৭,৪৯৩ ইউনিটে। তবে ভ্যানের ক্ষেত্রে এই পরিসংখ্যানে কিছুটা কমতি লক্ষ্য করা গেছে।
এই কোম্পানিগুলি সর্বোচ্চ সংখ্যক গাড়ি রপ্তানি করেছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Maruti Suzuki সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি রপ্তানি করেছে। তারপরেই রয়েছে Hundai, Kia India, Nissan Motor India, Volkswagen India এবং Honda Cars India।
গত অর্থবর্ষে Maruti ২,৫৫,৪৩৯ ইউনিট, Hundai ১,৫৩,০১৯ ইউনিট, Kia India ৮৫,৭৫৬ ইউনিট এবং Nissan Motor India ৬০,৬৩৭ ইউনিট গাড়ি রপ্তানি করেছে। অপরদিকে, Volkswagen India ২৭,১৩৭ ইউনিট, Honda Cars India ২২,৭১০ ইউনিট এবং Mahindra & Mahindra ১০,৬২২ ইউনিট গাড়ি রপ্তানি করেছে।