টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়ম আরও কড়া করলো ICC, ঘনিয়ে আসছে বোলারদের খারাপ সময়

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি ক্রিকেটে ধুরন্ধর অধিনায়কদের জন্য চিন্তার খবর। স্লো ওভার রেটের জন্য এবার থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। কারণ আইসিসি ঘোষণা করেছে যে কোনও দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পূর্ণ করবে না তাদের ৩০ গজের বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে হবে। চলতি মাস থেকে এই নিয়ম কার্যকর হবে। ICC সংশোধিত খেলার শর্তাবলীর অধীনে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইনিংসের মধ্যে ঐচ্ছিক জলপান বিরতিও অন্তর্ভুক্ত হতে চলেছে।

প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.২২ এর অধীনে স্লো ওভার-রেটের জন্য আইসিসির আগের বিধানগুলিও বহাল থাকবে। এর মধ্যে রয়েছে ডিমেরিট পয়েন্ট এবং দল ও অধিনায়কের উপর আর্থিক জরিমানা। আইসিসি বলেছে, “খেলার শর্তাবলীর ১৩.৮ ধারায় ওভার-রেটের নিয়ম রয়েছে, যার অধীনে ফিল্ডিং দলকে শেষ ওভারের প্রথম বলটি নির্ধারিত সময়ের মধ্যে বল করতে হবে।” তা করতে ব্যর্থ হলে বাকি ইনিংসের জন্য ৩০-গজের বৃত্তের বাইরে একজন কম ফিল্ডার থাকবে।

প্রথম ছয় ওভারের পর সাধারণত পাঁচজন ফিল্ডারকে ৩০ গজের বাইরে রাখা যায়। ওভার রেটের নিয়ম না মানলে চারজন ফিল্ডার রাখতে হবে এবার থেকে। বোলারের প্রান্তে থাকা আম্পায়ার ইনিংস শুরুর আগে ফিল্ডিং দল, ব্যাটসম্যান এবং অন্য আম্পায়ারকে নির্ধারিত সময়ের জন্য খেলোয়াড়দের অবহিত করতে থাকবেন।

আইসিসির ক্রিকেট কমিটি এই পরিবর্তনের সুপারিশ করেছে, যেটি বিভিন্ন ফরম্যাটে খেলার গতি বজায় রাখার উপায় পর্যালোচনা করে চলেছে। এর পাশাপাশি ইনিংসের মধ্যে আড়াই মিনিটের বিকল্প জলপান বিরতিরও ব্যবস্থা রয়েছে। তবে শর্ত থাকে যে প্রতিটি সিরিজ শুরুর আগে সদস্যদের সেই নিয়ে সম্মত হতে হবে। নতুন নিয়মে, ১৬ ই জানুয়ারি সাবইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

X