নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় T20 ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ, এই প্লেয়ারদের বাদ দিতে পারেন রোহিত

বাংলা হান্ট ডেস্কঃ তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। এখন অধিনায়ক রোহিত নিশ্চিতভাবেই চাইবেন রবিবার ইডেনে তৃতীয় ম্যাচ জিতে নিয়ে কিউয়িদের হোয়াইট ওয়াশ করতে। একইসঙ্গে এই ম্যাচে বেশ কিছু নতুন খেলোয়ারকেও অবশ্যই দেখে নিতে চাইবেন তিনি।

ওপেনিং জুটিতে এইমুহূর্তে যে কোন পরিবর্তনের সুযোগ নেই তা বলাই বাহুল্য। তিন নম্বরে সূর্যকুমারের জায়গাও নিশ্চিত, গতম্যাচে ফ্লোটার হিসেবে ভেঙ্কটেশের পারফরম্যান্সও ছিল যথেষ্ট ভাল। তাই ব্যাটিংয়ে সেভাবে কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। কারণ শ্রেয়াস আইয়ার এবং পান্থও নিজের জায়গায় যথেষ্ট ভালো ব্যাটিং করছেন। যদিও শ্রেয়াস খুব একটা সুযোগ পাননি, তবে পান্থ প্রথম ম্যাচেই ফিনিশারের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন।

ব্যাটিংয়ের ক্ষেত্রে কোন পরিবর্তনের সুযোগ না থাকলেও বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু একাধিক পরিবর্তনের সুযোগ রয়েছে। গত মাসে কিছুটা ফর্মে ফিরলেও ভুবনেশ্বর কুমারকে এবার হয়তোবা বিশ্রাম দিতে পারেন রোহিত, তার জায়গায় দলে আনা হতে পারে একটিও ম্যাচ খেলতে না পারা যুজবেন্দ্র চাহালকে। আইপিএলে এবার যথেষ্ট ভাল পারফরম্যান্স উপহার দিয়েছিলেন চাহাল কিন্তু দলে অক্ষর প্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন থাকায় সেভাবে সুযোগ পাননি তিনি।

তাই আজকের ম্যাচে অবশ্যই তাকে দেখে নিতে চাইবেন রোহিত। অন্যদিকে দীপক চাহার বল হাতে খুব একটা ভালো ফর্মে নেই, তাই তার জায়গায় সুযোগ দেওয়া যেতে পারে তরুণ আবেশ খানকে। আবেশ খানও এবার আইপিএলে সকলের নজর কেড়ে নিয়েছিলেন, কিন্তু এখনও ভারতের হয়ে অভিষেক করার সুযোগ পাননি তিনি। তাই ইডেনের এই ম্যাচে অবশ্যই ভবিষ্যতের কথা ভেবে তাকে দেখে নিতে পারেন রোহিত শর্মা।

rohit india

টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেয়িং ইলেভেন

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল এবং হর্ষল প্যাটেল।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর