নভেম্বর থেকে ৫ রাশির দিন কাটবে শুভ শুভ করে, কালী পুজোর পরই হবেন মালামাল!

বাংলাহান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েকদিন। এরপরই শুরু হবে নতুন একটি মাস অর্থাৎ নভেম্বর (November) মাস। আর নতুন মাস শুরু মানেই নতুন কিছুই হওয়ার আশা। তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, নভেম্বর (November) মাস থেকে ৫ রাশির আচ্ছে কা দিন শুরু ! এবার আসবে শুধু সুখ আর সুখ। কারণ প্রতি মাসের শুরুতে কিংবা শেষে গ্রহদের স্থান পরিবর্তন হয়। আর স্থান পরিবর্তন এর উপর নির্ভর করে থাকে রাশিদের ভাগ্যবস্থান।

নভেম্বর (November) থেকেই হবে ভাগ্য পরিবর্তন

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, দীপাবলীর ঠিক ১৫ দিন পর শনি সহ আরো ৪টি গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে। এই সময় গরম গ্রহ শনি মার্গী হয়ে উঠবেন। অর্থাৎ এই সময় শনিদেব স্থান পরিবর্তন করে তার মূল রাশি কুম্ভ রাশিতে সোজা পথে হাঁটবেন। এর ফলে তৈরি হবে শশ রাজযোগ। একইসাথে, এইসময় সূর্য, বুধ, শুক্র সহ ৪টি গ্রহও স্থান পরিবর্তন করবে। আর এই পরিবর্তনের কারণে ৫ রাশি হবে লালে লাল।

আরো পড়ুন : ‘এই বাংলায় দীপাবলিরও মডেল হওয়া যায়!’ বিতর্কিত মন্তব্য টেনে সোহিনীকে খোঁচা কুণালের

তালিকায় প্রথমেই রয়েছে, মেষ রাশি:

নভেম্বর (November) থেকে মেষ রাশির জাতকদের মরচে পড়া ভাগ্য জেগে উঠবে। ব্যবসায়ীরা এই সময় ভিন্ন রকমের সুবিধা পেতে চলেছেন। পাশাপাশি ব্যবসায়ীরা নিজের ব্যবসায় নতুন কিছু করার সুযোগ পাবেন। চেষ্টা করুন বুদ্ধি দিয়ে বিনিয়োগ করার, তাহলেই লাভবান হবেন। চাকরিজীবীরাও এই মাসে সুফল পেতে পারেন। জীবনে সমস্যাগুলি থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। পাশাপাশি আর্থিক সংকট কেটে যাবে।

আরো পড়ুন : চাপের মুখে ৪% DA বাড়াল রাজ্য সরকার! বকেয়া মহার্ঘ ভাতার কী হবে? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

২) কর্কট রাশি: 

কর্কট রাশির জাতকেরা নভেম্বর (November) মাসে হয়ে উঠবেন লালে লাল। এই মরশুমে সবচেয়ে বেশি লাভবান হবেন বস্ত্র ব্যবসায়ীরা। এছাড়াও এবার আপনার পদোন্নতি এক্কেবারে কনফার্ম। পাশাপাশি বেকার যুবক-যুবতীদেরও চাকরি পাওয়ার যোগ রয়েছে। এই সময় আয়ের বিভিন্ন উৎস খুলতে থাকবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজেরও সমাধান হবে। শুধু তাই নয়, ব্যবসায়ীরা এই সময় দারুন ফলাফল পেতে চলেছেন।

৩) তুলা রাশি: 

তুলা রাশি জাতকদের জীবনে দুঃখ কেটে গিয়ে,,,,,,সুখের সময় শুরু। এই মাসে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল পেতে পারেন। পেশাগত দিক থেকেও আসবে অঢেল সাফল্য। যারা চাকরির সন্ধান করছেন তারা চাকরি পাবেন, এমনকি যারা চাকরি করছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনেও উন্নতি হবে। আপনার জীবনে এবার পাকাপাকি ভাবে সঙ্গী আসতে চলেছে। এই মাসটি আপনার জীবনে বিভিন্ন রকমের সুখ বয়ে নিয়ে আসবে।

৪) বৃশ্চিক রাশি: 

বৃশ্চিক রাশির জাতকেরা এবার নো চিন্তায় ঘুরে বেড়ান। অন্যান্য রাশির মত আপনারও গ্রহদের স্থান পরিবর্তনের কারণে বিশেষ উন্নতি ঘটবে। অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায় অর্থ উপার্জনের উৎস তৈরি হবে। এই সময় সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। বিদেশ যাওয়ার পরিকল্পনা করলে এই সময়টি আপনার জন্য একেবারে অনুকূল। এই সময় আধ্যাত্মিক কাজে নিজেকে নিযুক্ত করুন। এতে মনে শান্তি আসবে।

November

৫) কুম্ভ রাশি: 

কুম্ভ রাশির জাতকেরা শনি মার্গী হওয়ার কারণে আপনার জীবনে সুখ শান্তির বন্যা বইবে। এই সময় কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। এই সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলবে। আপনি যদি নতুন কিছু করার কথা ভাবেন তাহলে সময়টিকে কাজে লাগান। এতে করে আপনার দারুণ লাভ হবে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর