হয়ে যান সতর্ক! স্মার্টফোন “হ্যাক” হলেই মিলবে এই সংকেতগুলি, ভুলেও যাবেন না এড়িয়ে

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে পাল্লা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন (Smartphone)। নিত্যনৈমিত্তিক একাধিক কাজ আমরা খুব সহজেই স্মার্টফোনের সাহায্যে করে ফেলতে পারি। শুধু তাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ ডেটার পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিগত তথ্য এবং ছবিগুলিও স্মার্টফোনে জমা রাখি। এদিকে, সাম্প্রতিক সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সাইবার জালিয়াতির ঘটনা। যেখানে, কিছু বুঝে ওঠার আগেই বিপদের সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। হ্যাকাররা  সাইবার প্রতারণার জন্য নতুন নতুন উপায় বের করছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের এমন কিছু বিষয় সম্পর্কে জানাবো যেটি থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার ফোন (Smartphone) হ্যাক হয়েছে কিনা এবং অন্য কেউ আপনার ফোন রেকর্ড করছে কিনা।

স্মার্টফোন (Smartphone) “হ্যাক” হলেই মিলবে এই সংকেতগুলি:

১. স্ক্রিনে দেখা যাবে এই বড় সংকেত: জানিয়ে রাখি যে, যখনই আপনি আপনার ফোনে (Smartphone) মাইক বা ক্যামেরা অ্যাক্সেস করেন তখন স্ক্রিনের ওপরের দিকে ক্যামেরা এবং গ্রিন সিগন্যাল দেখতে পান। এদিকে, আপনি যদি ক্যামেরা অ্যাপ না খুলেও স্ক্রিনে ওই সিগন্যাল দেখতে পান, তাহলে বুঝে নিতে হবে যে, আপনার ফোন হ্যাক হয়েছে এবং কেউ আপনার ভয়েস রেকর্ড করছে। এই ধরণের সিগন্যাল পাওয়ার পরে, আপনাকে দ্রুত সেটিংসে গিয়ে আপনার ফোনের ক্যামেরা এবং মাইকের অ্যাক্সেস বন্ধ করতে হবে।

These signals can only be found if the smartphone is "hacked".

২. স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া: উল্লেখ্য যে, অনেক সময় হ্যাকাররা ফোন (Smartphone) হ্যাক করার জন্য ফোনে ম্যালওয়্যার ইনস্টল করে। এর সাহায্যে তারা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে। ম্যালওয়ারের কারণে স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়। এমতাবস্থায়, যদি আপনার ফোন বারবার গরম হতে থাকে তবে এটিও ফোন হ্যাক হওয়ার একটি বড় লক্ষণ।

আরও পড়ুন: মিলবে মোটা বেতন! এবার রাজ্য সরকারের অধীনস্থ সংস্থায় কর্মখালি, এভাবে করুন আবেদন

৩. ব্যাটারি দ্রুত কমে যাওয়া: সাইবার অপরাধীরা প্রতারণার জন্য বেশিরভাগ স্মার্টফোনে (Smartphone) স্পাইওয়্যার ইনস্টল করে। যখনই ফোনে স্পাইওয়্যার থাকে, ফোনের ব্যাটারি দ্রুত নিঃশেষ হয়ে যায়। যদি আপনার ফোনের বয়স মাত্র কয়েকদিন হয় কিন্তু সেটির ব্যাটারি দ্রুত কমে যায়, তাহলে আপনার অবিলম্বে সতর্ক হওয়া উচিত।

আরও পড়ুন: আম্বানির নয়া চমক! শুরু করে ফেললেন আরও একটি কোম্পানি, জানা গেল “আসল প্ল্যান”

৪. অ্যাপস এবং ফোনের আচরণ: আপনার ফোন (Smartphone) যদি থেমে থেমে কাজ করে, তাহলে আপনার ওই বিষয়টিকে একেবারেই উপেক্ষা করা উচিত নয়। অনেক সময় ফোন হ্যাক হয়ে গেলে হঠাৎ করে হ্যাং হতে থাকে। অ্যাপসগুলিও দেরিতে সাড়া দেয়। শুধু তাই নয়, যদি আপনার ফোনে অ্যাপগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলতে থাকে তবে এটি ফোন হ্যাকিংয়ের একটি বড় লক্ষণ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর