শরীরচর্চার ফাঁকেই প্রেমের ইস্তাহার, নিজের জিম প্রশিক্ষককেই বিয়ে করেছেন এই তারকারা

বাংলাহান্ট ডেস্ক : গ্ল্যামার জগতের বাসিন্দা হওয়ার অন্যতম শর্ত, সর্বদা থাকতে হবে ফিট। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীই তাই ফিটনেসের (Gym Trainer) দিকে কড়া নজর দেন। ঘন্টার পর ঘন্টা কাটান জিমে। তবে শরীরচর্চা করতে গিয়েও যে মনে প্রেম উঁকি দিতে পারে তার বড় উদাহরণ বলিউডের কয়েকজন অভিনেত্রী। এই তারকারা নিজেদের জিম ট্রেনারের (Gym Trainer) প্রেমে পড়েছেন।

জিম প্রশিক্ষককেই (Gym Trainer) বিয়ে করেছেন এঁরা

জিমে শরীরচর্চা করার ফাঁকেই মন আদানপ্রদান। কোনো গ্ল্যামার জগতের নামী তারকা নয়, নিজের ফিটনেস প্রশিক্ষক (Gym Trainer) এর প্রেমেই হাবুডুবু খেয়েছেন এই অভিনেত্রীরা। শুধু তাই নয়, অনেকে দিব্যি বিয়ে করে জমিয়ে সংসারও করছেন। কারা কারা আছেন তালিকায়, দেখে নিন ঝটপট।

These stars married their gym trainer

ভূমিকা চাওলা- সলমন খানের ‘তেরে নাম’ এর হাত ধরেই উত্থান ভূমিকার। কিন্তু বলিউডে কয়েকটি ছবি করেই ভাগ্য পরীক্ষা করতে দক্ষিণী ছবিতে পা রাখেন তিনি। প্রথম ছবিতেই সাফল্য পান সেখানেও। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেও আসে বড় পরিবর্তন। নিজের যোগা প্রশিক্ষক (Gym Trainer) ভরত ঠাকুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। ৪ বছর ধরে সম্পর্কে থাকার পর ২০০৭ সালে বিয়ে করেন দুজন। ২০১৪ তে প্রথম সন্তান হয় তাঁদের।

আরো পড়ুন : শৌচাগার থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ‘দেহব্যবসা করে রোজগার…’, বলিউড নায়িকার ভুলে ধ্বংস হয়ে যায় কেরিয়ার

দেবলীনা ভট্টাচার্য- হিন্দি ছোটপর্দার জনপ্রিয় মুখ দেবলীনা। । ‘গোপি বহু’ চরিত্রে অভিনয় করে খ্যাতির আলোয় আসেন তিনি। দেবলীনাও প্রেমে পড়ে বিয়ে করেছেন নিজের জিম প্রশিক্ষককে (Gym Trainer)। ৩ বছর চুটিয়ে প্রেম করার পর দু বছর আগে ডিসেম্বরে বিয়ে করেন দেবলীনা এবং শাহনাওয়াজ। ভিন ধর্মে বিয়ে করার জন্য কম কটাক্ষ সইতে হয়নি তাঁকে। কিন্তু নেতিবাচকতা দূরে সরিয়ে রেখে নিজের সংসারে মন দিয়েছেন দেবলীনা। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি।

আরো পড়ুন : এক একটি গান থেকেই লক্ষাধিক আয়, শ্রেয়া নাকি স্বামী শিলাদিত্য, কে বেশি ধনী জানেন?

ইরা খান- আমির খানের মেয়ে ইরাও প্রেমে পড়ে বিয়ে করেছেন নিজের জিম প্রশিক্ষক (Gym Trainer) নুপূর শিখরেকে। কয়েক বছর প্রেম করার পর গাঁটছড়া বেঁধেছেন দুজনে। ইরা অভিনয় জগতে না আসলেও নেট মাধ্যমে যথেষ্ট জনপ্রিয় তিনি।

সুস্মিতা সেন- প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা দীর্ঘদিন সম্পর্কে ছিলেন রোহমান শলের সঙ্গে। তিনি একাধারে ছিলেন একজন নামজাদা মডেল। পাশাপাশি একসঙ্গে শরীরচর্চাও করতেন তাঁরা। সুস্মিতার মেয়েদের সঙ্গেও বেশ মিশে গিয়েছিলেন রোহমান। কিন্তু বছর কয়েক আগে বিচ্ছেদের পথে হাঁটেন সুস্মিতা রোহমান।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর