এই ১০ অবিজেপি শাসিত রাজ্য এখনও কমায়নি তেলের দাম, কর না কমানোর দিয়েছে ব্যাখ্যাও

বাংলাহান্ট ডেস্কঃ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিনিয়তই কেন্দ্র সরকারকে আক্রমণ করে যাচ্ছিল বিরোধী দলগুলো। তবে গত সপ্তাহেই দীপাবলির আগেই সুখবর দিয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ১০ টাকা করে কমিয়ে দেয় কেন্দ্র সরকার। আর সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে বিজেপি শাসিত রাজ্যগুলোও শুল্ক কিছুটা ছাড় দেয়।

তবে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যি নয়, কেন্দ্র সরকারের পথে হেঁটে ওড়িশা এবং পাঞ্জাবও কিছুটা দাম কমায় পেট্রোল ডিজেলের। যার ফলে জ্বালানির দাম কমানোর একমাত্র কংগ্রেস শাসিত রাজ্য হয়ে উঠেছে ওড়িশা এবং পাঞ্জাব। তবে অন্য কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে এই দাম কমানোর কথা বলায়, দলের মুখপাত্র পবন খেরা বলেন, ‘গত দুবছর ধরে কেন্দ্র বলেছে এসেছে পেট্রোল এবং ডিজেলের দামের সঙ্গে তাঁদের কোন সম্পর্ক নেই। তাহলে এখন উপনির্বাচনে হেরে গিয়ে কেন কর কমিয়ে দিল?’

তবে এখনও এমন কয়েকটি রাজ্য রয়েছে যারা কেন্দ্রে সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ তো করেই নি, উলটে ভ্যাট না কমানোর জন্য নানাবিধ কারোন ব্যাখ্যা করেছে। সেই তালিকায় রয়েছে- অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, নতুন দিল্লী, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ।

petrol maps of india image 2

দিল্লীঃ দিল্লীর আম আদমি পার্টি এখনও শুল্কে ছাড় দেওয়ার ঘোষণা করেনি। শনিবার নয়া দিল্লীতে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে এই বিষয়ে বিক্ষোভে সামিল হয় বিজেপি এবং কংগ্রেস। আজকের দিনে দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা।

মহারাষ্ট্রঃ শিবসেনা নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাদি সরকারও পেট্রোল ডিজেলের দাম কমানোর বিরুদ্ধে রয়েছে। কেন্দ্রীয় আবগারি শুল্ক হ্রাসের ফলে নভেম্বর 2021 থেকে মার্চ 2022 পর্যন্ত সময়ের জন্য 1,700 কোটি টাকার ক্ষতি হবে। 6.15 লক্ষ কোটি টাকারও বেশি সরকারি ঋণের মধ্যে থাকায় রাজ্য শুল্কে ছাড় দেবে না।

বাংলাঃ বাংলার সরকার জানিয়েছে পেট্রোল ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে দিলে, সেই চাপ এসে পড়বে রাজ্য সরকারের উপর। বাংলায় অনেক প্রকল্প রয়েছে সকলের জন্য। তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলো কেন্দ্রের থেকে বকেয়া পায়, কিন্তু বাংলা বঞ্চিত থাকে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর