৫ মাসের লাগাতার পতন! এবার ঘুরে দাঁড়াল এই সেক্টর, শেয়ারের দাম বাড়তেই কেনার জন্য শুরু হুড়োহুড়ি

বাংলাহান্ট ডেস্ক : লাগাতার পতনের পর এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার মার্কেট (Share Market-India)। গত মাসে ধাতুর স্টক গুলিতে বড়সড় পতন হয়েছিল। সেখান থেকে একলাফে প্রায় ১৭ শতাংশ পর্যন্ত বাড়ল দাম। বলা বাহুল্য, এই স্টকগুলিই এখন বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। ডলার সূচকে ক্রমাগত পতন হয়েছে। তার জেরেই এই স্টকগুলি (Share Market-India) নিফটিকে ছাড়িয়ে গিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতিতে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। আগামী ১২ ই মার্চ থেকেই তা কার্যকর হবে।

শেয়ার বাজারে (Share Market-India) কমেছে একাধিক স্টকের দাম

মঙ্গলবার সকালে বাজার (Share Market-India) খুলতে নিফটি মেটাল ইনডেক্স ১.৫ শতাংশ কমে দিনের সর্বনিম্ন ৮৭১৫.১৫ পয়েন্টে পৌঁছায়। এদিন এই সেক্টরের একাধিক স্টকের দাম কমে যায় ৩ শতাংশেরও বেশি। সবথেকে বেশি পতন হয় NMDC, Hindusty Copper, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মতো শেয়ারগুলিতে।

these-stocks-price-rised-in-share-market-india

শুল্ক নীতির জেরে পরিবর্তন: বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের বারংবার পরিবর্তনশীল শুল্ক নীতি অনিশ্চয়তা তৈরি করেছে। ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে নয়া শুল্ক নীতি ১২ ই মার্চ থেকে চালু হওয়ার কথা রয়েছে। এদিকে মেক্সিকো এবং কানাডা থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। এমনিতে ভারতীয় শেয়ার বাজার (Share Market-India) দুর্বল থাকলেও ধাতুর স্টকগুলিতে বেড়েছে দাম। নিফটি মেটাল এর সূচকে ৭ শতাংশ রিটার্ন মিলেছে। অন্যদিকে নিফটিতে ৩.৫ শতাংশ পতন হয়েছে।

আরো পড়ুন : মারধোর করতেন সায়ন্ত! “বিতর্কিত” ভিডিওতে বিষ্ফোরক ইঙ্গিত কিরণের, দেবচন্দ্রিমা বললেন, “…শেষ করে দেব”!

কোন স্টকে কত রিটার্ন: মনটা জানা যাচ্ছে, হিন্দালকো ইন্ডাস্ট্রিজের স্টকে সম্প্রতি সর্বাধিক রিটার্ন পাওয়া গিয়েছে। প্রায় ১৭ শতাংশ দাম বেড়েছে এই স্টকের (Share Market-India)। টাটা স্টিল এবং জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের স্টকে রিটার্ন মিলেছে যথাক্রমে ১৩ এবং ৮ শতাংশ। স্বল্প মেয়াদে JSW Steel, NMDC, জিন্দাল স্টেনলেস, অ্যাপোলো টিউবসের স্টকের দাম ৬ থেকে ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন :হার মানবে সিনেমাও! জঙ্গিদের কবলে গোটা ট্রেন, রোমহর্ষক হাইজ্যাক পাকিস্তানে, দেওয়া হল হুমকি

হঠাৎ এই বৃদ্ধির কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, ডলার সূচকে পতনের কারণে হঠাৎ এই বৃদ্ধি পেয়েছে স্টক। চার মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে ডলার সূচক দাঁড়িয়েছে ১০৪ এর কাছে। গত মাসে এই সূচক পৌঁছেছিল প্রায় ১২০.১৮ এ। সেখান থেকে কমেছে প্রায় ৪ শতাংশ। তারপরেই ধাতুর স্টকগুলি বেড়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর