বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে হুহু করে বেড়ে চলা করোনা প্রকোপ রুখতে কড়া হল সরকার। এবার আংশিক লকডাউনের পথে হাঁটল বাংলা। রবিবার সকাল ৬ টা থেকে আগামী ৩০ মে সন্ধে ৬ টা পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। এই আংশিক লকডাউনে বাস, মেট্রো সমস্ত কিছু বন্ধ থাকবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছে। ফেরি, অটো পরিষেবাও বন্ধ থাকবে এই লকডাউনে।
শনিবার দুপুরে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এই কড়া নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ দিন সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুল, কলেজ, অফিস, কারখানা বন্ধ থাকবে। এছাড়াও রাত ৯ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত রাজ্যে সর্বত্র নাইট কারফিউ জারি থাকবে।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী লোকাল ট্রেন, শপিং মল, সুইমিং পুল, রেস্তোরাঁ, সিনেমা হল এবং পার্লার বন্ধ থাকবে। এমার্জেন্সি ছাড়া বাইরে বের হওয়া নিষেধ। রাজ্যে সমস্ত ধর্মীয় আর রাজনৈতিক সভা এবং সমাবেশ নিষিদ্ধ। আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, এ ধরণের সভা সমাবেশ থেকেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়ে যায়। আর সেই কারণেই এ ধরণের জমায়েত সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
এই ১৪ দিনের লকডাউনে আপনি যেই যেই পরিষেবা পাবেন, সেটার তালিকা রইল।
- সরকারি, বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত।
- ATM খোলা থাকবে ২৪ ঘণ্টা।
- রেশন দোকান পূর্ববর্তী সময় অনুযায়ী খোলা আর বন্ধ করা হবে।
- জরুরী পণ্য, মুদির দোকান এবং খুচরো দোকান সহ বাজার সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে।
- রাজ্যের মিষ্টির দোকানগুলো সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে।
- গণপরিবহণ বন্ধ থাকলেও জরুরী ভিত্তিতে ট্যাক্সি চালু থাকবে।
- সমস্ত ই-কমার্স সাইটের হোম ডেলিভারি চালু থাকবে।
- জোমাটো এবং সুইগির মতো ফাস্ট ফুড ডেলিভারিও চালু থাকবে।
- ওষুধের দোকান পূর্ববর্তী সময় অনুযায়ী খোলা আর বন্ধ থাকবে।
- চা বাগানে ৫০ শতাংশ কর্মী কাজ করতে পারবে।
- জুট মিলে ৩০ শতাংশ কর্মী কাজ করতে পারবে।
- বিয়ে বাড়ির আয়োজন করা যাবে, তবে মাত্র ৫০ জন অতিথি নিয়ে।
- সৎকারের কাজে মাত্র ২০ জন উপস্থিত থাকতে পারবে।
- পেট্রোল পাম্প খোলা থাকবে।