হয়ে যান সতর্ক! এবার রিজার্ভ ব্যাঙ্কের জরিমানার সম্মুখীন এই তিনটি ব্যাঙ্ক, আপনার অ্যাকাউন্ট নেই তো?

বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে এবং সমস্ত নিয়ম যাতে ব্যাঙ্কগুলি সঠিকভাবে মেনে চলে সেই বিষয়ে সবসময় সতর্ক থাকে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। এমতাবস্থায়, এবার ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের নিয়ন্ত্রক RBI, কিছু নিয়ম লঙ্ঘনের জন্য দেশের তিনটি বড় ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করেছে। এই ব্যাঙ্কগুলি হল জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং অ্যাক্সিস ব্যাঙ্ক।

দিতে হবে জরিমানা: এই প্রসঙ্গে গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে যে কিছু নির্দিষ্ট নির্দেশ না মেনে চলার জন্য তারা জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ককে ২.৫ কোটি টাকার জরিমানা আরোপ করেছে। শুধু তাই নয়, RBI দ্বারা জারি করা নির্দেশ না মেনে চলার জন্য ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রকেও ১.৪৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

   

অ্যাক্সিস ব্যাঙ্ককে করা হয়েছে ৩০ লক্ষ টাকা জরিমানা: এদিকে, কেন্দ্রীয় ব্যাঙ্ক অন্য একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, অ্যাক্সিস ব্যাঙ্ককে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, এটাও জানানো হয়েছে যে ক্রেডিট কার্ডের বকেয়ায় দেরি করে পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক কিছু অ্যাকাউন্টে শাস্তিমূলক চার্জ ধার্য করেছে। যদিও গ্রাহকেরা নির্ধারিত তারিখের মধ্যে অন্যান্য উপায়ে বকেয়া পরিশোধ করেছেন।

গত বছরও জরিমানার মুখোমুখি হয়েছিল অ্যাক্সিস ব্যাঙ্ক: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগেও অ্যাক্সিস ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করা হয়। মূলত, গত বছরের এপ্রিল মাসেই এটি আরোপ করা হয়েছিল। KYC (Know Your Customer) নির্দেশিকা সহ বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য RBI দেশের বেসরকারি ক্ষেত্রের অন্যতম বৃহৎ ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করে।

AXIS BANK

তারপরে ব্যাঙ্কিং এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের নিয়ন্ত্রক RBI একটি বিবৃতিতে জানায় যে, RBI দ্বারা জারি করা কিছু নির্দেশ না মেনে চলার জন্য অ্যাক্সিস ব্যাঙ্কের উপর ৯৩ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। RBI-এর মতে, ঋণ এবং অ্যাডভান্স সংক্রান্ত কিছু নিয়ম সহ KYC নির্দেশিকা ও “সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রক্ষণাবেক্ষণ” সংক্রান্ত কিছু নিয়ম না মেনে চলার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ককে জরিমানা করা হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর