এবার আর পাকিস্তানের ক্ষমা নেই, T20 WC-র আগেই মারাত্মক ফর্মে ফিরল ভারতের ৩ প্লেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) উল্টো গণনা শুরু হয়ে গিয়েছে। এই ট্যুর্নামেন্ট ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। ভারত (India) নিজেদের প্রথম ম্যাচে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচ ২৪ অক্টোবর হবে। এই ম্যাচের আগে পাকিস্তানের প্লেয়াররা প্রস্তুতির বেশি সুযোগ পায়নি। অন্যদিকে ভারতীয় দলের (Indian National Cricket Team) প্রতিটি খেলোয়াড়ই আইপিএলে নিজেদের খেলা ঝালিয়ে নিচ্ছে। আর সেই খেলোয়াড়দের মধ্যে কয়েকজন এমনই মারাত্মক ফর্মে এসেছে, যাদের নিয়ে ভেবেই চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তান।

টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় প্লেয়াররা মারাত্মক ফর্মে রয়েছে, যার কারণে ভারতের বিশ্বকাপ জয়ের সুযোগ আরও বেড়ে গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আইপিএলে খেলা সূর্য কুমার যাদব আর ঈশান কিশন নিজেদের সেরা সময়ের মধ্যে দিয়ে চলছে। এই দুই খেলোয়াড় প্রথমের দিকে নির্জীব থাকলেও, এখন আগুন ঝড়াচ্ছে।

Suryakumar Yadav 3 768x576 1

মুম্বাই আইপিএলের প্লে অফ থেকে বাইরে চলে গিয়েছে, কিন্তু বিশ্বকাপের আগে মুম্বাইয়ের কয়েকজন খেলোয়াড়ের ফর্ম ভারতীয় ফ্যানদের মুখে হাসি ফুটিয়েছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে সূর্য কুমার যাদব আর ঈশান কিশন আগুনে ব্যাটিং করেছে। ঈশান ৩২ বলে ১১টি চার আর চারটি ৬ মেরে ৮৪ রান করে। অন্যদিকে যাদব ৪০ বলে ১৩টি চার আর ৩টি ৬ মেয়ে ৮২ রান করে। এই দুজনের আগুনে ব্যাটিংয়ের কারণে মুম্বাই ২০ ওভারে ২৩৫ রান করে।

kl rahul 1 1

টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুল টি২০ ওয়ার্ল্ড কাপের আগে এমন ফর্মে এসেছে যে, বিরোধী দলগুলো তাঁকে দেখে কাঁপছে। আইপিএলে রাহুলে ব্যাট দিয়ে রানের পাহাড় গড়া হয়েছে। এই সিজনের ১৩টি ম্যাচে সে ৬২৫ রান করে। আইপিএল একুশের অরেঞ্জ ক্যাপে তাঁরই কবজা রয়েছে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর