T20-র পর ওয়ানডেরও অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি, এই তিন প্লেয়ার হতে পারেন অধিনায়ক

বাংলা হান্ট ডেস্কঃ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট জানিয়েছিলেন বিশ্বকাপ শেষ হলেই ভারতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে চলেছেন তিনি। ইতিমধ্যেই সেই নতুন অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম ঘোষনা করেছে বিসিসিআই। তবে সাম্প্রতিক একটি ইন্টারভিউতে প্রাক্তন ভারতী কোচ রবি শাস্ত্রী এও ইঙ্গিত দিয়েছেন যে এবার হয়ত বা ওয়ান ডে ফর্ম্যাটেও নিজের দায়িত্ব থেকে অব্যহতি নিতে পারেন কোহলি। ব্যাটিংয়ে আরও বেশি নজর দেবার জন্যই ভবিষ্যতে একটি ফর্ম্যাট খেলা থেকেও দূরে সরে যেতে পারেন তিনি, তবে তিনি যদি একদিনের ম্যাচেও অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সেক্ষেত্রে অধিনায়িক হবার তালিকায় এই মুহূর্তে রয়েছেন বেশ কয়েকজন দাবিদার।

IMG 20210916 205139

রোহিত শর্মাঃ

ইতিমধ্যেই ভারতীয় টি টয়েন্টি দলের অধিনায়ক হিসাবে ঘোষিত হয়েছে তার নাম। রোহিত এমন একজন খেলোয়াড় যার মধ্যে রয়েছে বিরাটের মতই বিপুল অভিজ্ঞতা। একই সাথে পাঁচ পাঁচটি আইপিএল খেতাবও রয়েছে তার দখলে, শুধু তাই নয়, কোহলির অনুপস্থিতিতে যখনই দেশের হয়ে অধিনায়কের দায়িত্ব সামলেছেন তিনি তখনই বেশ ভাল ফল পেয়েছে ভারতীয় দল। তাই বিরাটের পরবর্তী ভারতীয় একদিনের অলের অধিনায়ক হিসাবেও এগিয়ে থাকবেন তিনিই।

IMG 20211027 200956

কে এল রাহুলঃ

তরুন ব্রিগেডের তালিকায় একজন ভীষন বড় দাবিদার হতে চলেছেন কে এল রাহুলও। বিরাট রোহিতদের পরবর্তী প্রজন্ম হিসেবে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটের বড় স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয় একদিকে তার কাছে যেমন রয়েছে আইপিএলের অভিজ্ঞতা তেমনি মনে রাখতে হবে নতুন কোচ রাহুল প্রথম পছন্দ হিসেবে রোহিতের নাম করলেও দ্বিতীয় পছন্দ হিসেবে নাম করেছেন কে এল রাহুলরেই। তাই তার দাবি অনেকটাই বেড়ে যায়। শুধু তাই নয় ইতিমধ্যেই টী টোয়েন্টিতে একদিকে যেমন অধিনায়কত্ব পেয়েছেন রোহিত তেমনি সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুলকে। তাই অনেকেই মনে করছেন বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই যদি আগামীর দিকে তাকাতে চায় সেক্ষেত্রে তারা যেতেই পারেন রাহুলের দিকে।

Rishabh Pant 7 768x461 1

ঋষভ পন্থঃ

কোহলির পর অধিনায়ক হিসাবে দাবি পেশ করার ক্ষত্রে যথেষ্ট এগিয়ে থাকবেন ঋষভ পন্থও। কারণ একদিকে যেমন ভারতের হয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলিতে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে পন্থের তেমনি আবার অন্যদিকে এবার দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব ভালোভাবেই সামলাচ্ছেন এই খেলোয়াড়। অনেক ক্রিকেট বিশ্লেষকই বলেছেন পন্থ একজন বুদ্ধিমান ক্রিকেটার। আর তাই আগামী দিনে অধিনায়ক হিসেবে তাকেও নিজের দাবি পেশ করতে দেখা যেতে পারে ।

 

 

 

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর