বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তার সঙ্গেই ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়কের নাম। প্রত্যাশামতোই দলের অধিনায়কের জায়গা পেয়েছেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে। অনেকেই মনে করছেন রোহিত শর্মার অধিনায়কত্বে বেশ কিছু খেলোয়াড় ফের একবার টিম ইন্ডিয়ায় পাকাপাকি জায়গা করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক এমন কয়েক জন খেলোয়াড়ের নাম।
ঈশান কিশানঃ
তরুণ বাঁহাতি ব্যাটসম্যান ঈশান কিশান ইতিমধ্যেই ভারতীয় দলে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। একদিকে যেমন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিস্ফোরক ফর্মে দেখা গিয়েছে তাকে, তেমনি অন্যদিকে বাঁহাতি ডানহাতি কম্বিনেশনের ক্ষেত্রেও বোলারদের বিপাকে ফেলার সুযোগ রয়েছে ঈশানের। যদিও এবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেভাবে রান পাননি তিনি, কিন্তু আগামী দিনে রোহিতের অধিনায়কত্বে ফের একবার দলে দেখা যেতে পারে এই তারকাকে। কারণ রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যথেষ্ট বড় পরিচিতি গড়ে তুলেছেন ঈশান।
ক্রুনাল পান্ডিয়াঃ
হার্দিক পান্ডিয়ার বড় দাদা ক্রুনাল হার্দিকের মতই একজন ভালো অলরাউন্ডার। বাঁহাতি স্পিনার এবং লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের ক্ষেত্রে আগামী দিনে রবীন্দ্র জাদেজার বিকল্প হয়ে উঠতে পারেন তিনি। যদিও একথা ঠিক যে জাদেজার বৈচিত্র পান্ডিয়ার তুলনায় অনেকটা বেশি। তবে রোহিত শর্মার সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ক্রুনাল। তাই আগামী দিনে ভারতীয় দলের দরজা আরেকবার খুলে যেতে পারে তার জন্য।
রাহুল চাহারঃ
এই মুহূর্তে রাহুল খুব একটা ভালো ফর্মে নেই, বিশ্বকাপেও তাকে মাত্র একটি ম্যাচেই সুযোগ দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দলে রাখা হয়নি তাকে। বরং ফের একবার দলে সুযোগ পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। তবে অনেকেই মনে করছেন, আগামী দিনে হয়তোবা তার গতির জন্য তাকে ফের একবার সুযোগ দিয়ে দেখতে পারেন রোহিত শর্মা।