বয়স হয়ে দাঁড়াল রোহিতের সমস্যা, হিটম্যানের মাথা ব্যথার কারণ হবে এই ৩ তরুণ প্লেয়ার

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের আগামী লক্ষ্য হতে চলেছে ২০২৩ বিশ্বকাপ। তবে এই একদিনের বিশ্বকাপ আসতে আসতে ভারতীয় দলের অনেক খেলোয়াড়ের যথেষ্ট সিনিয়র হয়ে যাবেন। তাদের মধ্যে অন্যতম হলেন রোহিত শর্মা। ভারতের এই ওপেনিং ব্যাটসম্যানের বর্তমান বয়স ৩৪ বছর। বিশ্বকাপ অব্দি পৌঁছাতে পৌঁছাতে নিজের ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে যাবেন হিটম্যান। তখন তার জায়গা কে নেবেন সেটাই সবথেকে বড় প্রশ্ন। অনেক বিশেষজ্ঞ এও মনে করেন যে হয়তোবা ২০২৩ বিশ্বকাপের আগেই তরুণ খেলোয়াড়দের দিকে লক্ষ্য দিতে পারে বিসিসিআই। আসুন দেখে নেওয়া যাক এক্ষেত্রে কারা হতে পারেন সবথেকে বড় দাবিদার।

prithvishawdc300319 0

পৃথ্বী শঃ

অনেক বিশ্লেষকদের মতে, তরুণ ওপেনিং ব্যাটার পৃথ্বী শ এক্ষেত্রে রোহিতের জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। সম্প্রতি আইপিএলেও বেশকিছু ভালো ইনিংস খেলতে দেখা গেছে তাকে। তার ব্যাটিংয়ে বীরেন্দ্র সেওয়াগ এবং শচীন টেন্ডুলকারের ছাপও রয়েছে বলেই মনে করেন অনেক ক্রিকেট বিশ্লেষক। তাই এই তরুণ প্রতিভা আগামী দিনে ভারতীয় দলের ওপেনার হিসেবে নিজের দাবি পেশ করতে পারেন।

ishan kishan 1613891209 1614090679

ঈশান কিশানঃ

মুম্বাই ইন্ডিয়ান্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ঈশান কিশান একজন বিধ্বংসী টপ অর্ডার ব্যাটসম্যান। এমনকি এবারের আইপিএলেও তাকে বেশ কিছু বিধ্বংসী ইনিংস খেলতে দেখা গিয়েছে। দ্বিতীয় পর্বে মূলত তার ব্যাট শান্ত থাকলেও যে দুটি বিধ্বংসী হাফ সেঞ্চুরি করেন তিনি, তার প্রতিভাকে প্রমাণ করার জন্য তা ছিল যথেষ্ট। ভারতের হয়েও ইতিমধ্যেই বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন এই ব্যাটার। এমনকি আইপিএলে মাত্র ১৬ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে তার দখলে। অনেকেই মনে করছেন আগামী দিনে হয়তোবা রোহিতের প্রতিদ্বন্দী হয়ে উঠতে পারেননি তিনি।

Rishabh Pant 7 768x461 2

ঋষভ পন্থঃ

এই বাঁহাতি ব্যাটসম্যান যদিও মিডল অর্ডারের খেলতে ভালোবাসেন, তবে অনেকের মতে তাতে ব্যবহার করা যেতে পারে ওপেনার হিসেবেও। মূলত রোহিতের সঙ্গে এখন ওপেনিং করেন কে এল রাহুল। সেক্ষেত্রে পন্থ এলে করে উঠবে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন। যা পরবর্তী ক্ষেত্রে সমস্যায় ফেলতে পারে বোলারদের। তবে দাবি পেশ করার ক্ষেত্রে ঈশান এবং পৃথ্বীর তুলনায় পন্থের সুযোগ কিছুটা কম।

 

Abhirup Das

সম্পর্কিত খবর