সব ওলোটপালোট! সাংসদ হওয়ার স্বপ্ন অধরাই থাকবে এই ৪ তারকা প্রার্থীর

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। এরপরেই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখন শেষ মুহূর্তের প্রচার চলছে। ‘দিল্লি দখলে’র এই ‘লড়াই’য়ে নিজেদের সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল (TMC), বিজেপি (BJP) সহ প্রত্যেকটি দল। ‘রণনীতি’ নিয়ে তৈরি সকলেই।

মাসখানেক আগেই রাজ্যের ৪২টি লোকসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার একাধিক তারকা প্রার্থীকে (TMC Celebrity Candidates) টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, তৃণমূলের টিকিটে ভোট ময়দানে নেমে পড়েছেন অনেকেই। পিছিয়ে নেই বিজেপিও। পদ্ম শিবিরও একাধিক তারকাকে (BJP Celebrity Candidates) লোকসভার টিকিট দিয়েছে।

তবে এবার সামনে এল একটি চমকে দেওয়া খবর! তৃণমূল-বিজেপির টিকিট ভোটে দাঁড়ানো একাধিক তারকা প্রার্থীর সাংসদ হওয়ার স্বপ্ন এবার অধরাই থাকতে পারে। এবিপি সি ভোটার সমীক্ষার ফলাফল থেকে অন্তত তেমনটাই আঁচ করা গিয়েছে।

আরও পড়ুনঃ ভোটের মুখেই ঝটকা? এবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিতে পারেন সায়নী ঘোষ? তোলপাড়

চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বহু তারকা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে দেব, রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সায়নী ঘোষ, ইউসুফ পাঠান থেকে কীর্তি আজাদ, নাম রয়েছে অনেকের। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় প্রমুখকে। তবে এবিপি সি ভোটার জনমত সমীক্ষা অনুসারে, এই তারকা প্রার্থীদের মধ্যে অনেকেই ভোটে পরাজিত হতে পারেন।

তৃণমূলের ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, রচনা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ হওয়ার স্বপ্ন এবার পূরণ নাও হতে পারে। বহুল চর্চিত প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সুজাতা মণ্ডলও পরাজিত হতে পারেন। এখানেই শেষ নয়! সমীক্ষা অনুযায়ী, ঘাটাল থেকে খালি হাতে ফিরতে হতে পারে হিরণকেও। সাংসদ হওয়ার স্বপ্ন পূরণ নাও হতে পারে দেবাশিস ধরের।

lok sabha election 2024 opinion poll

উল্লেখ্য, জনমত সমীক্ষা এবং নির্বাচনের ফলাফল যে সবসময় এক হবে এমন কোনও কথা নেই। অনেক সময়ই দেখা যায়, সমীক্ষার তথ্য এবং আসল রেজাল্টে প্রচুর তফাৎ রয়েছে। জনমত সমীক্ষার মাধ্যমে সাধারণ মানুষ কী ভাবছে তাঁর একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করা হয় মাত্র।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর