বাংলাহান্ট ডেস্ক : বলিউডের মতো টলিউডেও (Tollywood Celebrity) তারকা সন্তানদের ছড়াছড়ি। ছোটপর্দা থেকে বড়পর্দা, চলতি বছরেও মা বাবা হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। কারোর কারোর ক্ষেত্রে আবার পেজ থ্রি সরগরম হয়েছে বিতর্কে। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে বিতর্কও সৃষ্টি করেছেন তাঁরা।
চলতি বছর মা হয়েছেন এই (Tollywood Celebrity) তারকারা
তবে মাতৃত্ব সবসময়ই সুন্দর। একটা নতুন প্রাণের সৃষ্টি সবসময়ই পবিত্র। ২০২৪ এও টলিপাড়ায় (Tollywood Celebrity) যোগ হয়েছে কয়েকজ নতুন সদস্য। কোন কোন তারকারা বাবা মা হয়েছেন এ বছর, চোখ বুলিয়ে নিন তালিকায়-
দুর্নিবার-ঐন্দ্রিলা- প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের সঙ্গে সম্পর্কে জড়িয়েই বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন গায়ক দুর্নিবার সাহা। তবে ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেন দুজন। বছর ঘুরতে না ঘুরতেই বাবা মা-ও হয়েছেন তাঁরা।
রাহুল-প্রীতি- ছোটপর্দার জনপ্রিয় জুটি (Tollywood Celebrity) রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস। মাঝে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তাঁদের। তবে সেসব গুজব দূরে সরিয়ে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন প্রীতি। চলতি বছরের অগাস্টে কন্যা সন্তানের মা হন তিনি।
কাঞ্চন-শ্রীময়ী- চলতি বছর বিয়ে, আর এই বছরেই সন্তানের জন্ম। গত নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন শ্রীময়ী চট্টরাজ। বিয়ে নিয়ে বিতর্ক তো ছিলই, সন্তানের জন্মে শুরু হয় কুৎসিত মন্তব্য, কটাক্ষ। তবে সেসব কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি আছেন কাঞ্চন শ্রীময়ী।
আরো পড়ুন : প্রেম প্রস্তাব দিয়েছিলেন রাহুল, ‘চিরদিনই তুমি যে আমার’ বলতে কত সময় নিয়েছিলেন প্রিয়াঙ্কা?
কোয়েল-নিসপাল- বছরের শেষ লগ্নে সুখবর দিয়েছেন কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানে। গত ১৪ ই ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলে কবীরের পর এবার মেয়ের মা হয়েছেন তিনি।