বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচন যত এগিয়ে আসছে, সভার কাজ ততই জোরদার হচ্ছে। এরই মধ্যে আবার এক বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার শিকার হলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আগাগোড়াই বেফাঁস, বিতর্কিত এমনকি চাঁচাছোলা মন্তব্যের জন্য তাঁর নাম রয়েছে। রবিবারে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের সভাতেও নিজের সেই ঐতিহ্য বজায় রাখলেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্য
পটাশপুরের সভা থেকেই পুলিশকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিনের সভায় দাঁড়িয়ে পুলিশকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূলের সদস্যরা আমাদের উপর বিভিন্ন জায়গায় হামলা করছে, গাড়ি ভেঙ্গে দিচ্ছে। এমনকি আমার গাড়িও ভেঙ্গে দিয়েছে বেশ কয়েকবার। কিন্তু দেখুন, পুলিশ নির্বাক দর্শক, কিছুই করছে না। এই হিজড়া পুলিশ কিচ্ছু করতে পারে না, এদের দিয়ে কিছুই হবে না। যদি কখনও কোন জায়গায় পুলিশ রেড করতে যায়, তাহলে তাঁকে গাছে বেঁধে রেখে পরদিন গ্রামের মানুষেরা তাঁর বিচার করবেন’।
সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে
রাজ্যের পুলিশকে টার্গেট করে দিলীপ ঘোষের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। নির্বাচনের মুখে তাঁর মুখের এই বাণীকেই সামনে রেখে বিরোধি দলগুলো নিজেদের মত করে রাজনৈতিক রং দিচ্ছে। ভোট বাজারের বিজেপির বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছে বিরোধীরা।
কটাক্ষ করলেন সৌগত রায়
দিলীপ ঘোষের এই মন্তব্যের নিন্দা করে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) কটাক্ষ করে বলছেন, ‘উনি একটা অসভ্য লোক। অর্ধশিক্ষিত মানুষ। বাংলা ভাষা জানে না। রাজনৈতিক ক্ষেত্র থেকে তাঁকে বহিস্কার করা উচিত’।