সন্তানের এই নামগুলি রাখলে সে জীবনে অনেক উন্নতি করবে, দেখুন তালিকা…

বাংলাহান্ট ডেস্ক: শেক্সপিয়ার তাঁর নাটকে বলেছিলেন, নামে কী আসে যায়? নামের ফারাক যাই হোক, দিনের শেষে আমরা মানুষ। কথাটি খানিকটা সত্যি হলেও তথ্য কিন্তু বলছে অন্য কথা। নামে অনেক কিছুই আসে যায়। তাই একটি শিশুর জন্মের আগেই অনেক বাবা-মা তাঁদের নাম ঠিক করে ফেলেন। আজকাল অনেক অভিভাবকই নিজের সন্তানের জন্য বেছে নিচ্ছেন ট্রেন্ডি কোনও নাম। এমন নাম তাঁরা বেছে নিচ্ছেন যা সহজে মনে রাখা যায় এবং উচ্চারণ করা যায়।

আপনি কি বাঙালি (Bengali)? সদ্য অভিভাবক হয়েছেন? একটি ফুটফুটে পুত্রসন্তানের বাবা অথবা মা হয়েছেন? কিন্তু ছেলের নাম কী রাখবেন তা ভেবে পাচ্ছেন না? চিন্তা করবেন না। আমরা এর সমাধান করতে পারি। আমরা আপনাকে কয়েকটি ট্রেন্ডি নামের পরামর্শ দিতে পারি। এই নামগুলি (Bengali names) যেমন ট্রেন্ডি, তেমন সহজ এবং এগুলির মানেও খুবই সুন্দর। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

baby

১। অভিজয়: এই নামটি এখন বেশ ট্রেন্ডে আছে। অনেক নতুন বাবা-মাই ছেলের জন্য এই নামটি রাখছেন। এটি যেমন ট্রেন্ডি, তেমনই মনে রাখা সহজ। এই নামের অর্থ নির্ভিক ও সাহসী একজন ব্যক্তি যে খুব সহজেই বন্ধু বানাতে পারে। আপনিও যদি চান আপনার পুত্র সাহসী হোক এবং সহজেই বন্ধু বানাতে পারুক, তাহলে তাঁর জন্য এই নামটি ভাবতে পারেন।

২। দেবাশিষ: দেবাশিষ নামটি ইউনিক হলেও বাঙালিদের মধ্যে এই নামটি প্রায়ই খুঁজে পাওয়া যায়। এই নামটিও মনে রাখা খুবই সহজ। ছেলেকে এই নামে ডাকা ছাড়াও তাঁকে বাড়িতে দেবু বলে ডাকতে পারেন। দেবাশিষ নামের অর্থ হল ভগবানের আশীর্বাদ। সত্যিই তো, একটি শিশু ভগবানের আশীর্বাদ নয়তো আর কী?

৩। দেব্যেন্দু: দিব্যেন্দু নামটি দেখা গেলেও দেব্যেন্দু নামটি সেভাবে দেখা যায় না। এই নামটি যথেষ্ট অন্যরকম। এই নামের অর্থ হল শুভ এবং চাঁদের মতো উজ্জ্বল। বাঙালিদের মধ্যে এই নামটি বেশ ট্রেন্ডিং এখন।

baby

৪। জয়: বাঙালিদের মধ্যে সবচেয়ে ছোট এবং ট্রেন্ডি নাম হল জয়। যদিও এই নামটি যুগ যুগ ধরেই চলে আসছে। আজও এই নামটি ব্যবহার করা হয় শিশুর নামকরণে। এর অর্থ খুশি অথবা যে সবকিছু জেতে। এই নামটি যেমন ছোট, তেমনই মনে রাখা সহজ।

৫। পরিতোষ: জয়ের মতো এই নামটিও যুগ যুগ ধরে চলে আসছে বাঙালিদের মধ্যে। তবে এটি আজও ট্রেন্ডিং। নতুন বাবা-মায়েরা ছেলের জন্য এই নামটিও ভাবছেন। এই নামের অর্থ সন্তুষ্ট, সন্তুষ্টি এবং আনন্দ। 

৬। রুদ্রনীল: বাঙালিদের মধ্যে রুদ্রনীল নামটিও খুবই লক্ষ্য করা যায়। বাংলার এক অভিনেতা ও রাজনীতিবিদের নাম এটি। এই নামটি আসলে ভগবান শিবের আর এক নাম। আপনার যদি পুজো অর্চনার দিকে মন থাকে তাহলে শিবের নামে ছেলের নাম রেখে দেখতে পারেন। 

baby

৭। শান্তনু: শান্তনু নামটি যেমন ছোট তেমনই অনন্য। সন্তানের জন্য এই নামটি অবশ্যই ভাবতে পারেন। এই নামের অর্থ শান্তিপ্রিয় অথবা যাঁরা শান্তি ভালবাসে। 

৮। সুব্রত: সুব্রত নামটিও বাঙালি পরিবারে খুব প্রচলিত। কিন্তু এটি আজও ট্রেন্ডি একটি নাম। এই নামের অর্থ ধার্মিক ব্যক্তি এবং মনকে যিনি শান্ত রাখেন। 

এই ছিল কয়েকটি নাম যা আপনিও আপনার সন্তানের জন্য রাখতে পারেন। এগুলি যেমন ট্রেন্ডি নাম, তেমনই অনন্য। তাই আপনিও যদি চান আপনার সন্তানকে নতুন রকমের নাম দিতে, তাহলে এই নামগুলি ভেবে দেখতে পারেন। 

Subhraroop

সম্পর্কিত খবর