এখানে অ্যাকাউন্ট থাকলে হয়ে যান সতর্ক! বিক্রি হতে চলেছে এই দুই সরকারি ব্যাঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে বেসরকারিকরণের বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। এমতাবস্থায়, দু’টি সরকারি ব্যাঙ্ককেও খুব তাড়াতাড়ি বেসরকারিকরণ করতে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই বিড’ও আসতে শুরু করেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে এই বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। অন্যদিকে সরকারি কর্মচারীরাও এর প্রতিবাদে লাগাতার ধর্মঘট করছেন।

মূলত সরকার, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট সংশোধন করে PSU ব্যাঙ্কগুলিতে (PSBs) বিদেশি মালিকানার ২০ শতাংশ ক্যাপ অপসারণ করতে প্রস্তুত। পাশাপাশি, এজন্য সরকার দু’টি সরকারি ব্যাঙ্ককে ইতিমধ্যেই শর্টলিস্ট করেছে বলে জানা গিয়েছে।

সরকারের প্রস্তুতি প্রায় শেষ:
এই প্রসঙ্গে মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, দু’জন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই বড় ধরণের পরিবর্তনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। তবে, মন্ত্রিসভার অনুমোদনে কিছুটা সময় লাগতে পারে। মনে করা হচ্ছে যে, বাদল অধিবেশনে এটি সংশোধন হতে পারে। পাশাপাশি, সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে অন্তত একটি ব্যাঙ্কের বেসরকারিকরণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

কোন ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ হবে?
উল্লেখযোগ্যভাবে, সরকার সার্বজনীন ক্ষেত্রের ব্যাঙ্কগুলির বেসরকারীকরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। শীঘ্রই এর কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ডিসইনভেস্টমেন্টের প্রসঙ্গে মন্ত্রীদের গ্রুপ বেসরকারিকরণের জন্য ব্যাঙ্কগুলির নাম চূড়ান্ত করবে।

সরকারের পরিকল্পনা কি?
প্রসঙ্গত উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, চলতি অর্থবছরে বাজেট পেশ করার সময়, ২০২২-এর অর্থবর্ষে IDBI ব্যাঙ্কের সাথে দু’টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের বেসরকারীকরণের ঘোষণা করেছিলেন। এর পাশাপাশি, NITI Aayog বেসরকারিকরণের জন্য দু’টি PSU ব্যাঙ্ককে ইতিমধ্যেই শর্টলিস্ট করেছে। এদিকে, লাগাতার বিক্ষোভ সত্বেও সরকার বেসরকারিকরণের বিষয়ে তাদের অবস্থান ক্রমশ স্পষ্ট করেছে। শুধু তাই নয়, চলতি অর্থবর্ষে একটি বীমা কোম্পানিও বিক্রি করা হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী।

60bf4177ea427

এখন প্রশ্ন হলো, কোন দু’টি ব্যাঙ্ককে প্রথমে বেসরকারিকরণ করা হবে। এই প্রসঙ্গে সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে বেসরকারিকরণের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ, সবার প্রথমে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকেই বেসরকারিকরণের কথা ভাবা হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর