তলানিতে TRP, জি এর কাছে “হেরে ভূত”, নতুন মেগার আগমনে কোপ জলসার দুটি সিরিয়ালে!

বাংলাহান্ট ডেস্ক : একটার পর একটা নতুন সিরিয়ালের (Serial) ঘোষণা করে চলেছে বিভিন্ন চ্যানেলগুলি। এদিকে নতুন গল্প আনলেই তো হল না। তাদের জায়গার বন্দোবস্ত করার ব্যাপারও রয়েছে। যেকোনো সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই স্লট গুরুত্বপূর্ণ। টিআরপির ওঠানামা অনেকটাই নির্ভর করে স্লটের উপরে। তাই নতুন সিরিয়ালগুলিকে সাধারণ প্রাইম টাইমেই দেওয়া হয়ে থাকে।

নতুন সিরিয়ালের (Serial) প্রোমো প্রকাশ্যে

উল্লেখ্য, স্টার জলসায় সদ্য শুরু হয়েছে নতুন সিরিয়াল (Serial) ‘চিরসখা’। ‘শুভ বিবাহ’কে সরিয়ে রাত নটার স্লটে দেওয়া হয়েছে ওই ধারাবাহিককে (Serial)। তবে প্রথম সপ্তাহে প্রতিপক্ষের কাছে টিআরপিতে পিছিয়ে পড়েছে চিরসখা। এমতাবস্থায় আবারো এক নতুন সিরিয়ালের প্রোমো সামনে এসেছে জলসায়।

These two star jalsha serial may land in trouble

কী দেখাল প্রোমো তে: জল্পনা সত্যি করে শুরু হতে চলেছে ‘পরশুরাম আজকের নায়ক’। আসন্ন সিরিয়ালটি (Serial) নারীকেন্দ্রিক নয়, বরং পুরুষকেন্দ্রিক হতে চলেছে। প্রোমোতে দেখা যায়, নায়ক ইন্দ্রজিৎ লুঙ্গি পরে মাছ কিনতে গিয়েছে বাজারে। ছেলে মেয়ে বউ নিয়ে সংসারী মানুষ সে। ইন্দ্রজিতের স্ত্রীর ভূমিকায় রয়েছেন তৃণা। কিন্তু প্রোমো (Serial) একটু এগোতেই দেখা যায়, বাইকবাহিনীর পেছনে ধাওয়া করে গোপন ডেরায় পৌঁছায় ইন্দ্রজিৎ। সেখানে একেবারে লুঙ্গি গুটিয়ে বন্দুক নিয়ে শুরু হয় অ্যাকশন!

আরো পড়ুন : দখল হয়ে গেল সাড়ে সাতটার স্লট, নয়া প্রোমো আসায় মাত্র কয়েক মাসেই গল্প ফুরোলো জনপ্রিয় মেগার!

ভিন্ন ধরণের গল্প: অফিসে বসকে পরশুরাম জানায়, মিশন সফল হয়েছে। এদিকে ফোনে গোলাগুলির আওয়াজে বউয়ের জেরার মুখে পড়ে পরশুরাম। উত্তরে সে বলে, ভিডিও গেমস খেলছিল সে। প্রোমো দেখে মনে করা হচ্ছে, আনডারকভার এজেন্ট হিসেবে দেখা যেতে পারে ইন্দ্রজিৎকে। তবে নায়ক কেন্দ্রিক সিরিয়াল (Serial) দেখে বেশ চমকেছেন দর্শকরা। অবশেষে ভিন্ন ধরণের গল্প পেয়ে উচ্ছ্বসিত অনেকেই।

আরো পড়ুন : পরপর TRP টপার মেগার নায়িকা, শেষের মুখে সিরিয়াল, জনপ্রিয় নায়িকার পারিশ্রমিক কত জানেন?

এবার প্রশ্ন হচ্ছে, কোন সময়ে, কটার স্লটে আসবে সিরিয়ালটি? উল্লেখ্য, বর্তমানে জলসার আটটা এবং সাড়ে আটটা দুটি স্লটই একটু দুর্বল। এই দুটি স্লটে যথাক্রমে ‘উড়ান’ এবং ‘গৃহপ্রবেশ’ বেশ পিছিয়ে রয়েছে প্রতিপক্ষের থেকে। বিশেষ করে আটটার স্লটে বেঙ্গল টপার ‘পরিণীতা’কে এঁটেই উঠতে পারছে না উড়ান। তাই অনেকের মতে, এই দুটি স্লটের যেকোনো একটিতেই নতুন সিরিয়ালটি আনার সম্ভাবনা প্রবল। শেষমেষ কী হয় সেটাই জানার অপেক্ষায় দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর