বাংলাহান্ট ডেস্ক : ভিলেন ছাড়া সিরিয়াল (Serial) হোক বা সিনেমা, যেন নুন ছাড়া রান্না। গল্পে জরুরি মশলা নিয়ে আসে খলনায়ক বা খলনায়িকা। আর এই মুহূর্তে যে দুটি ভিলেন চরিত্র অভিনয়ে তাক লাগাচ্ছেন তাঁরা হলেন ‘নীলু’ এবং সোনা। দুই চ্যানেলের দুই ভিন্ন ধারাবাহিকে (Serial) অভিনয় করেও তাঁরা এক হয়ে গিয়েছেন ভিলেন চরিত্রের দৌলতে। তবে এই দুই নায়িকার মধ্যে যে আরো এক যোগসূত্র রয়েছে তা কি জানেন?
দুই সিরিয়ালের (Serial) দুই জনপ্রিয় খলনায়িকা
জি বাংলার ‘মিঠিঝোরা’ সিরিয়ালে (Serial) খলনায়িকা নীলুর চরিত্রে অভিনয় করছেন দেবাদৃতা বসু। নীলুর শয়তানিতে বিয়ের পরেই জীবনটা তছনছ হয়ে যায় রাইয়ের। দিদিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়না নীলু। তার ‘শয়তানি’র জন্য দর্শকরাও তিতিবিরক্ত।
দুজনেই অভিনয় করছেন দক্ষতার সঙ্গে: অন্যদিকে স্টার জলসায় ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে (Serial) সোনার চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া বসু। ছোটবেলায় সোনা রূপা দুই বোন ছিল সূর্য দীপার চোখের মণি। কিন্তু বড় হতেই বেশ নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে সোনাকে। আর এই চরিত্রে যথেষ্ট দক্ষতার সঙ্গে অভিনয় করছেন দেবপ্রিয়া।
আরো পড়ুন : মেয়ে সাজলেন নিতকনে, মাঘের শুরুতেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে ‘গীতা LLB’ নায়িকা
বাস্তবে কী সম্পর্ক: অনেকেই জানেন না, আসলে দেবাদৃতা এবং দেবপ্রিয়া বাস্তবেই দুই বোন। দুজনেই খুব কম বয়স থেকে অভিনয় করছেন। আর বর্তমানে দুই চ্যানেলের দুই ভিন্ন সিরিয়ালেই (Serial) খলনায়িকা হিসেবে দেখা যাচ্ছে তাঁদের। বিষয়টা দর্শকদের কাছেও বেশ চমকপ্রদ। দুই বোন একই সঙ্গে আলাদা সিরিয়ালে ভিলেন, এমনটা দেখা যায় না সচরাচর।
আরো পড়ুন : সেটে গুরুতর আহত নায়িকা, শুরু হতে না হতেই থমকে গেল জি এর জনপ্রিয় সিরিয়ালের শুটিং
দর্শকরাও মজা করে মন্তব্য করেছেন, দেবাদৃতা এবং দেবপ্রিয়া দুজনকেই একই সিরিয়ালে আনা হোক। দুই ধারাবাহিকের টিআরপি নিয়েও চলে টক্কর। আবার দুই বোন অভিনয়ে, দুষ্টুমিতে কে কাকে টেক্কা দিল তা নিয়েও চলে আলোচনা।