বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বিনোদনে ইউটিউবারদের (Youtuber) জনপ্রিয়তা দেখার মতো। গোটা দেশের পাশাপাশি বাংলার ইউটিউবাররাও (Youtuber) খ্যাতির দিক দিয়ে কোনো অংশে কম নয়। সোশ্যাল মিডিয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ইউটিউব (Youtuber) কনটেন্ট এবং ইউটিউবারদের। ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে দেখা যায় তাঁদের। এমনকি অনেকেই নিজেদের কনটেন্টের মাধ্যমে সোচ্চার হয়েছেন প্রতিবাদেও।
দর্শকদের মন জিতেছেন এই ইউটিউবাররা (Youtuber)
বাংলায় এমন অনেক কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার (Youtuber) রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বয়সের দর্শকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। অনেকে দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করছেন ইউটিউবের জন্য। অনেকে আবার নতুন শুরু করেও কম সময়ের মধ্যেই বেশ চর্চায় উঠে এসেছেন। কারা কারা রয়েছেন এই তালিকায়, দেখে নিন-
আরো পড়ুন : Panchayat: অবশেষে অপেক্ষার অবসান, ‘পঞ্চায়েত’ এর চতুর্থ সিজন নিয়ে এল বিরাট আপডেট
বং গাই- আসল নাম কিরণ দত্ত হলেও তিনি সমগ্র বাংলা তথা দেশ জুড়ে পরিচিত বং গাই নামে। ২০১৭ সাল থেকে ইউটিউবের (Youtuber) সফর শুরু তাঁর। বর্তমানে তিনিই সবথেকে জনপ্রিয় ইউটিউবার বাংলায়। তাঁর দেখাদেখি অনেকেই পা বাড়িয়েছে ইউটিউব জগতে।
আরো পড়ুন : Bollywood: অন্তঃসত্ত্বা বলে কাজ বন্ধ নয়, গর্ভে সন্তান নিয়েই শুটিং করেছেন এই বলিউড নায়িকারা
ওয়ান্ডার মুন্না- বাংলার মহিলা ইউটিউবারদের (Youtuber) মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে রয়েছেন ওয়ান্ডার মুন্না। কমেডি থেকে শুরু করে লাইফস্টাইলের বিষয়ের উপরেও ভিডিও বানান তিনি।
উন্মেষ গঙ্গোপাধ্যায়- বাঁকুড়া মিমস পেজের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে ঘোতনের মতো চরিত্র, যদুবাবুর টিউশন এর মতো কনটেন্ট বানিয়ে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন উন্মেষ। আরজিকর কাণ্ডে তাঁর প্রতিবাদের স্বরও তীব্র হয়েছে।
লাফটারসেন- বাংলার দর্শকদের কাছে তিনি জনপ্রিয় ‘বাবেশ’ নামে। ভিন্ন ধরণের কনটেন্ট, দুর্দান্ত অভিনয়ের জন্য খ্যাতি রয়েছে তাঁর। বিশেষ করে আরজিকর কাণ্ডে এই ইউটিউবারের (Youtuber) প্রতিবাদী ভিডিও ব্যাপক প্রশংসিত হয়েছে।