বাংলাহান্ট ডেস্কঃ জ্যোতিষ মতে পরষ্পর সুখী দাম্পত্য এর ক্ষেত্রে রয়েছে গ্রহের প্রভাব। যদি জাতক জাতিকার রাশিফল না মেলে সেক্ষেত্রে তা সুখী দাম্পত্যের বাধার কারন হয়ে যায়। তাই যারা জ্যোতিষ মানেন তারা বিবাহের আগে জাতক জাতিকার জন্ম কুন্ডলী মিলিয়ে নেন। কিন্তু কেন জন্ম কুন্ডলীর মিল না হলে ব্যাহত হতে পারে দাম্পত্য ? কি বলছে জ্যোতিষ
জ্যোতিষ মতে চন্দ্র মনকে নিয়ন্ত্রন করে। বিভিন্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আলাদা আলাদা হয়। এক এক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আলাদা আলাদা হয়। এক একটি রাশির জন্য ভিন্ন নক্ষত্রে অবস্থান করে চন্দ্র।আর এই এক একটি নক্ষত্র পরিচালিত হয় এক একটি গ্রহ দ্বারা। তাই প্রতিটি নক্ষত্রের কর্ম বা চরিত্রও আলাদা হয়। আবার এই গ্রহগুলোর মধ্যে শত্রু গ্রহ, মিত্র গ্রহ ও সম গ্রহ আছে। জেনে নিন কোন কোন রাশির মধ্যে সুখী দাম্পত্য সম্ভব
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জন্য মিথুন ও কুম্ভ রাশি রাজযোটক।
বৃষ: বৃষ রাশির জন্য পারফেক্ট ম্যাচ মকর।
মিথুন: ধনু, কুম্ভ, সিংহ রাশির সঙ্গে খুব সহজেই প্রেম হতে পারে মিথুনের।
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকার জন্য পারফেক্ট ম্যাচ মীন ও বৃশ্চিক।
সিংহ: এই রাশির জাতক-জাতিকাদের মেষ ও ধনু রাশির সাথে প্রেম শুভ।
কন্যা: কন্যার জাতক-জাতিকাদের সঙ্গে বৃষ ও মকরের প্রেম শুভ।
তুলা: মিথুন ও তুলার প্রেম অসাধারন।
বৃশ্চিক: কর্কট ও মীন রাশি বৃশ্চিক রাশির ভাল সঙ্গী হতে পারে।
ধনু: মেষ ও সিংহ রাশি এদের জন্য পারফেক্ট ম্যাচ।
মকর: কন্যা রাশি, বৃশ্চিক ও মীনের সঙ্গেও সফল দাম্পত্য জীবন গড়ে তুলতে পারে মকর।
কুম্ভ: মিথুন রাশির সঙ্গে কুম্ভ রাশির প্রেমযোগ অতি শুভ।
মীন: বৃষ রাশির জাতক-জাতিকাদের সঙ্গে খুব দ্রুত সম্পর্ক গড়ে ওঠে মীনের।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার