মিলব মোরা দু-জনে, ৩০টি বসন্ত পেরিয়ে বৃদ্ধাশ্রমে এক হলেন তাঁরা

বাংলা হান্ট ডেস্কঃ কথায় বলে, ভালোবাসা অমর।  এবার বাস্তবেও তা প্রমাণ করলেন ওঁরা। ৩০ বছর ধরে একে অপরকে চেনে-জানে। কিন্তু বিধাতা তাঁদের এক হতে দেননি। কিন্তু ওই যে বলে, মিলব মোরা দু-জনে। তা সে বয়স যতই হোক না কেন! জীবনের অনেকটা সময় কেটে গিয়েছে। বিচ্ছেদ হয়ে গিয়েছে দু-জনের। এখন ৬০ অতিক্রম হয়েছে দু-জনরেই। দু-জনেই আজ বৃদ্ধাশ্রমে বাসিন্দা।

images 34

পরিবার থেকে নানান লাঞ্ছনা-বঞ্চনার শিকার হয়েছেন তাঁরা একসময়। তাই নিজেদের বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমেই ঠাঁই হয়েছে তাঁদের। আর এই বৃদ্ধাশ্রমেই তৈরি হয়েছে দু-জনের মধ্যে স্বর্গীয় প্রেম।

যাঁদের কথা বলছি, তাঁরা হলেন কেরলের বাসিন্দা কোচানিয়ান মেনন ও লক্ষ্মী আমল।  শুধু পরিচয় ছিল একসময়। তারপর ৩০টা বসন্ত পার হয়ে গিয়েছে। কিন্তু কে জানত তাঁরা নাকি শেষ বয়সে একে অপরের সঙ্গী হবেন। অন্যরা তো দূর, নিজেরাও কখনও ভাবেননি এমনটা ঘটতে পারে তাঁদের সঙ্গে। সময় যত এগিয়েছে সুদিনে এবং দুর্দিনে একে অপরের সঙ্গী হয়ে উঠলেন তাঁরা।

মন দেওয়া-নেওয়া হলেও মাঝে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। এরপর কেটে যায় ৩০টা বসন্ত। আবার একদিন দুজনের দেখা হয় এক সরকারি বৃদ্ধাশ্রমে। পুরানো চেনা মানুষকে দেখে দু-জনেই খুশী হন। তারপর একে অপরের প্রতি জেগে ওঠে প্রেম। সেই প্রেমের শুভ পরিণয়ও করে দিলেন কেরলের কৃষিমন্ত্রী ভি এস সুনীল কুমার। ৬৭ বছরের কোচানিয়ান আর ৬৫ বছরের লক্ষ্মী আমল জীবনের বাকি পথটুকু একসঙ্গে চলার শপথ নিয়েছে।  এই প্রসঙ্গে একটা সিনেমার নাম না করলেই নয়, রব নে বানা দি জোড়ি।

 

সম্পর্কিত খবর