বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রে বলিউডের (Bollywood) ভূমিকা অপরিসীম। মূলত হলিউড ছবির পরেই স্থান পায় বলিউড। বলি তারকাদের জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ফলোয়ার্সের সংখ্যা দেখলেই সে কথা খুব সহজেই অনুমান করা যায়।
যদিও ২০২২ সালটা মোটেই ভালো ছিলনা বলিউডের জন্য। একের পর এক ছবি বক্স অফিসে মুক্তি পেলেও তেমনভাবে হলগুলিতে ভিড় দেখা যায়নি দর্শকদের। তবে নতুন বছর পড়তেই বদলে যায় চিত্রটা। ‘পাঠানে’-র হাত ধরে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফিরে পায় বলিউড। তবে জানেন কি বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা তাঁদের কেরিয়ার শুরু করেছিল টলিউডের হাত ধরে। আর আজ তাঁরাই কাঁপাচ্ছেন বলিউড।
শর্মিলা ঠাকুর : একটা সময় বলিউডে রাজত্ব করেছেন এই অভিনেত্রী। কিন্তু তিনি অভিনয় জগত শুরু করেছিলেন বাংলা ছবির হাত ধরে। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘অপুর সংসার’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
রানী মুখার্জী : মুম্বইতেই ছোট থেকে বড় হয়ে উঠেছেন এই অভিনেত্রী। বাঙালি হওয়া সত্ত্বেও সেভাবে বলতে পারেন না বাংলা। বলিউড দুনিয়ায় বেশ জনপ্রিয় তিনি। তবে কেরিয়ারের শুরুটা তিনি করেছিলেন বাংলা ছবির হাত ধরেই। ‘বিয়ের ফুল’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।
বিদ্যা বালান : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘বিদ্যা বালান’। তাঁর মঞ্জুলিকা চরিত্র নজর কেড়েছে দর্শকদের। তবে জানেন কি এই অভিনেত্রীও তাঁর কেরিয়ার শুরু করেছিলেন বাংলা ছবির হাত ধরে। প্রথম ছবি ‘ভালো থেকো’।
রাধিকা আপ্তে : বলিউড জগতে এক অন্যতম নাম ‘রাধিকা আপ্তে’। সাহসী চরিত্রে অভিনয় করে বরাবরই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। তবে তাঁকেও প্রথম দেখা গেছে বাংলা সিনেমাতেই। ‘অন্তহীন’ ও ‘রূপকথা নয়’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
রাখি গুলজার : একটা সময় বলিউডে একাধিক ছবি করেছেন রাখি গুলজার। মায়ের চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। তবে প্রথম টলিউডে কাজ করেছেন এই অভিনেত্রী। ‘বধূবরণ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে।